1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে প্রবেশের অপেক্ষায় সীমান্তে কয়েকশ' বাংলাদেশি

৮ আগস্ট ২০২৪

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে৷ এর জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন কয়েকশ' মানুষ৷

বাংলাদেশ-ভারত সীমান্ত৷
সীমান্তে কয়েকশ' বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন, যাদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের৷ছবি: Satyajit Shaw/DW

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ডেপুটি ইনসপেক্টর জেনারেল অমিত কুমার ত্যাগী বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘বিভিন্ন সীমান্তে কয়েকশ' বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন৷ এদের মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের৷''

পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে দুই শতাধিক বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তিনি৷ তিনি আরও জানান, জলপাইগুড়ি জেলায় ছয়শ'রও বেশি বাংলাদেশি ‘নো ম্যান্ডস ল্যান্ডে' অবস্থান করছেন৷ অমিত কুমার জানান, যেহেতু এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, তাই বিএসএফের সদস্যরা মানবঢাল হিসেবে সেখানে অবস্থান নিয়েছে৷ নোম্যান্ডস ল্যান্ড থেকে তাদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছোড়া হয় বলেও জানান তিনি৷

আওয়ামী লীগের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরও জানায়, শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের কর্মীএবং সমর্থকদের উপর এবং তাদের ঘর-বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানের উপরও হামলার ঘটনা ঘটেছে৷

বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সোমবার জানিয়েছিল, অন্তত ১০টি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসপাতাল কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বাগেরহাট জেলায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ