1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ফিরে আসছেন মাধুরী

২১ সেপ্টেম্বর ২০১১

দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর, এবার পাকাপাকিভাবে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের ‘ধক্ ধক্ গার্ল’ বলে খ্যাত মাধুরী দীক্ষিত৷ সম্প্রতি টুইটার মারফত এ কথাই জানিয়েছেন মাধুরী৷

মাধুরী দীক্ষিতছবি: AP

মাধুরী দীক্ষিত – ১৯৮০ এবং ১৯৯০-এর পুরো দশক জুড়ে যিনি হিন্দি সিনেমার জগতে নিজেকে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন৷ পুরো ইনডাস্ট্রি কাঁপিয়ে রেখেছিলেন ভারতের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেনের এই ‘ড্রিম গার্ল'৷

১৯৮৪ সালে ‘অবোধ' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাধুরীর৷ তবে ১৯৮৮ সালে ‘তেজাব' ছবিটি, বিশেষ করে ছবির ‘এক দো তিন' গানটি তাঁকে প্রথমবারের মতো খ্যাতির আসনে বসায়৷ একটার পর একটা সুপার-ডুপার হিট ছবি আমাদের উপহার দেন মাধুরী৷ ‘রাম-লক্ষ্মণ' ‘পরিন্দা', ‘ত্রিদেব', ‘কিশন-কানহাইয়া' এবং ‘প্রহর' ছবিতে অভিনয় করেন অনিল কাপুরের বিপরীতে৷ ১৯৯০ সালে আমির খানের সাথে অভিনয় করেন ‘দিল' ছবিতে৷ যা মাধুরীকে এনে দেয় তাঁর প্রথম ‘ফিল্মফেয়ার' পুরস্কার৷

এরপর আসে ‘সাজন', ‘বেটা', ‘খলনায়ক', ‘হাম আপকে হ্যায় কৌন', ‘রাজা' এবং ‘অনজাম'৷ ‘হাম আপকে হ্যায় কৌন' ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে বৃহত্তম ব্যবসায়িক সাফল্য অর্জন করে৷ যশ চোপড়া'র ‘দিল তো পাগল হ্যায়' এবং সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস' মাধুরীকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি এনে দেয়৷ এভাবেই, হিন্দি সিনেমায় অনবদ্য ভূমিকা রাখার জন্য ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন মাধুরী দীক্ষিত৷

আবারো পর্দায় ফিরবেন কিনা তা জানা যায় নিছবি: AP

আজ থেকে ১২ বছর আগে ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকাবাসী কার্ডিওভাস্কুলার সার্জেন শ্রীরাম মাধব নেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাধুরী৷ আর তার পরপরই অভিনয় ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেনভার'এ পাড়ি দেন মাধুরী৷ তাঁর নিজের কথায়, ‘‘সাংসারিক জীবনে ব্যস্ততার জন্যই আর সিনেমায় অভিনয় করা হয় নি৷'' তাছাড়া, সে সময়টা সংসার করা, বাচ্চা মানুষ করা এবং একেবারে সাধারণ এক নারীর মতো জীবনযাপন করতে চেয়েছিলেন এই ‘বলিউড কুইন'৷ করেছিলেনও তাই৷ 

তারপর অবশ্য একবারই রূপালি পর্দা থেকে নিজের স্বেচ্ছা নির্বাসন ভেঙে বলিউডে ফিরে আসেন বর্তমানে দুই সন্তানের জননী মাধুরী দিক্ষিত৷ ২০০৭ সালে অভিনয় করেন ‘আজা নাচলে' ছবিতে৷ শুধু তাই নয়, চলতি বছর নাচের একটি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা'-য় বিচারক হিসেবে প্রায় তিন মাস ভারতে ছিলেন তিনি৷ ঐ সময় তাঁর কাছে অভিনয়ের জন্য অজস্র প্রস্তাবও আসে৷

এই মুহূর্তে অ্যামেরিকায় থাকলেও, অদূর ভবিষ্যতে সপরিবারে ভারতে ফিরে আসতে চান মাধুরী৷ টুইটার মারফত তিনি জানান, ‘‘আমরা খুব শীঘ্রই ভারতে চলে আসছি৷ আমার কাছে ঘরে ফেরাটা সত্যিই দুর্দান্ত ব্যাপার৷''

অবশ্য ভারতে ফিরে মাধুরী আবারো পর্দায় ফিরে আসবেন কিনা – তা একমাত্র সময়ই বলতে পারে!

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ