1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বার্সেলোনা

১৭ মে ২০১২

স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা ভারতে একটি ফুটবল স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া ভারতের অন্যান্য শহরেও এ'ধরণের স্কুল গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের৷

ছবি: picture-alliance/dpa

বিশ্বের সেরা ফুটবল ক্লাব বলে পরিচিত বার্সেলোনা সারা বিশ্বেই তাদের কোচিং নেটওয়ার্ক বিস্তার করার কথা ভাবছে৷ শুধু আগামী তিন বছরে দশ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা তাদের, জানিয়েছেন ক্লাবের ট্রেনিং দপ্তর এফসিবিই স্কলা'র পরিচালক সেভি মার্সে৷

ভারতে ফুটবলের উন্নতির প্রচেষ্টা চলছেছবি: AP

নতুন দিল্লিতে বার্সেলোনার ফুটবল স্কুলটি হবে ভারে এ'ধরণের প্রথম স্কুল৷ এখানে ৬ থেকে ১৪ বছরের ৩০০ শিশুকে প্রশিক্ষণ দেওয়া হবে৷ চলতি বছরের শেষেই স্কুলটিতে প্রশিক্ষণ শুরু হতে পারবে৷ এরপর রয়েছে মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতা, গোয়া, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে অনুরূপ স্কুল তৈরীর পরিকল্পনা৷

মার্সে জানান, ‘‘আমরা ছোটবেলা থেকেই খেলায় গভীরতা এবং গুণগত উৎকর্ষ এনে আগামী যুগের কোচ আর খেলোয়াড়দের গড়ে তোলার চেষ্টা করব৷'' গত ডিসেম্বরে বার্সেলোনা নতুন দিল্লিতে উঠতি ফুটবলারদের জন্য একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে৷ সেযাবৎ ‘বার্সা ইন্ডিয়া' প্রকল্প আরো অনেকদূর এগিয়েছে৷

ফিফা ব়্যাকিং-এ ক্রিকেট পাগল ভারত অনেক পিছিয়ে৷ ফুটবল ব়্যাংকিং-এ ভারতের জতীয় দলের অবস্থান ১৬৪৷ ফিফার সহায়তায় ভারতে ইতিমধ্যে চারটি ফুটবল এ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে চারটি ভিন্ন শহরে৷ সেগুলো হচ্ছে কোলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর এবং নতুন দিল্লী৷ এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড নিয়মিত ক্যাম্পের আয়োজন করছে জুনিয়র ফুটবল টীমগুলোর জন্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি, এপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ