1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যপ্রাণী সংরক্ষণ

৬ সেপ্টেম্বর ২০১২

বন্য জীবজন্তু সংরক্ষণে বর্তমান আইন সংশোধন করে তা আরো কড়া করা হবে বলে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ বন্যপ্রাণীর বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকার ওপর জোর দেয়া হয়েছে৷

ছবি: DW

জাতীয় বন্যপ্রাণী বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এইসব সংশোধন বিল আকারে সংসদে পেশ করা হবে৷

বন্যপ্রাণী সংরক্ষণ আইন আরো কঠোর করা হবে যাতে বন্য জীবজন্তুর সুরক্ষা, চোরা শিকার, চোরাচালান এবং অবৈধ ব্যবসা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়৷ বুধবার জাতীয় বন্য প্রাণী পর্ষদের ষষ্ঠ বৈঠকে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, শীঘ্রই এই সংশোধনী বিল আকারে সংসদে পেশ করা হবে৷ সংশোধনীতে বন্য জীবজন্তুর বিরুদ্ধে অপরাধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে৷

পরিবেশগত দিক থেকে সংরক্ষিত এলাকা এবং বিরল প্রজাতির জীবজন্তু ও উদ্ভিদ সংরক্ষণে গ্রামসভা এবং গ্রাম পঞ্চায়েতের ভূমিকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী৷ ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো'র অধীনে আঞ্চলিক অফিস, ফিল্ড ইউনিট এবং ফরেনসিক ল্যাবের সংখ্যা আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে৷ তৈরি করা হবে বন্যপ্রাণী অপরাধ ও অপরাধীদের ডেটাবেস, জানান প্রধানমন্ত্রী৷

আসামের কাজিরাঙ্গায় গণ্ডারছবি: DW

সংরক্ষিত এলাকায় ইকো-ট্যুরিজম নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় সরকার পড়েছে বিপাকে৷ উল্লেখ্য, এই নিয়ে গোটা বিশ্বে চলেছে ভাবনা চিন্তা৷ ব্যাঘ্র-প্রকল্প আসলে পরিবেশ সংরক্ষণ এবং ধ্বংস দুটোই করতে পারে৷ শুধু বাঘ বা বিল প্রজাতির হরিণই নয়, সামুদ্রিক কচ্ছপ, নীল তিমি, পেঙ্গুইন প্রভৃতির সংরক্ষণ ভারতের মত অনেক দেশের মাথা ব্যথার কারণ৷

বন্যপ্রাণী বিলুপ্ত হবার অন্যতম কারণ চোরা শিকার৷ বন্য জীবজন্তুর মাংস, হাড়, চামড়া, হাতির দাঁত, গন্ডারের শিং একটা লাভজনক ব্যবসা৷ কাশ্মীরে অ্যান্টেলোপ বা চিরুর লোম দিয়ে তৈরি হয় সাতুষ উল যার ১০০ থেকে দেড়শো গ্রামের দাম ৫০ হাজার থেকে চার লাখ টাকা৷

চোরা শিকারিদের একটা সংগঠিত দল আছে৷ চোরা শিকার বন্ধ করার আইন আছে, কিন্তু তার প্রয়োগ নামমাত্র৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ