বিশ্বখ্যাত ব্যান্ডদল বিটলসের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল ভারতের সংগীত শিল্পী অজিত সিংয়ের৷ হ্যারিসনদের গানে তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গ দেন৷ ঘটনাটি প্রায় অর্ধশত বছর আগের৷
বিজ্ঞাপন
সময়টা ছিল ফেব্রুয়ারি, ১৯৬৮ সাল৷ উত্তর ভারতে ভ্রমণে এসেছিলেন ইংলিশ রকব্যান্ড বিটলসেরসদস্যরা৷ দেশটির উত্তরাঞ্চলের ঋষিকেশ-এ তারা ঘুরে বেড়িয়েছেন৷ সময় কাটিয়েছেন মহর্ষি মহেশ যোগীর আশ্রমে৷ ভারতে আধ্যাত্মিকতার চর্চা বদলে দিয়েছিল বিটলসকে৷ জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার৷ হোয়াইট অ্যালবামের বেশিরভাগ গান তারা লিখেছিলেন ভারতে বসে গঙ্গা তীরবর্তী সংস্কৃতিতে প্রভাবিত হয়ে৷
পৃথিবীকে মাতিয়ে রাখা কালজয়ী কিছু গান
ভালোবাসা, সত্য, স্বাধীনতা আর মানবতার কথা বলা গান দশকের পর দশক ধরে আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে৷ নতুন বছরে নতুন এক দশকেও প্রবেশ করেছে পৃথিবী৷ আসুন জেনে নেই বিশ্বযুদ্ধের পর থেকে সাড়া জাগানো কিছু গান ও তার পেছনের গল্প৷
ছবি: picture alliance/ASSOCIATED PRESS
এলভিস প্রিসলি: ‘লাভ মি টেন্ডার’ (১৯৫৬)
পপ গানের গুরু এলভিস প্রিসলির ‘লাভ মি টেন্ডার’ গানের ইতিহাস দীর্ঘ৷ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময় প্রথম গানটি প্রকাশ পায়৷ পরে ওই গৃহযুদ্ধ নিয়ে নির্মাণ করা সিনেমা ‘লাভ মি টেন্ডার’-এ প্রিসলি গানের সুর কিছুটা পরিবর্তন করেন৷ সিনেমায় প্রিসলি নিজেও অভিনয় করেছেন৷
ছবি: picture-alliance/Leemage/MP
বিটলস: ‘হেই জুড’ (১৯৬৮)
বিখ্যাত এই গানটি জন লেননের ছেলে জুলিয়ানকে উদ্দেশ্য করে লেখা৷ ইওকো ওনোর সঙ্গে লেননের প্রেম শুরু হলে স্ত্রীর সঙ্গে লেননের বিচ্ছেদ ঘটে৷ পাঁচ বছরের ছোট্ট ছেলেটি বাবা-মায়ের এই সম্পর্কচ্ছেদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে তা নিয়েই এই গান৷
ছবি: Imago/LFI
জন লেনন: ‘ইমাজিন’ (১৯৭১)
জন লেননের সলো ক্যারিয়ারে সর্বাধিক বিক্রিত গান ‘ইমাজিন’৷ সেখানে এমন এক পৃথিবীর কথা বলা হয়েছে যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, হবে মানবতার জয়৷ এক যুক্তরাজ্যেই ১৬ লাখেরও বেশি ক্যাসেট বিক্রি হয়৷
ছবি: picture-alliance/dpa/A. Randu
অ্যাডেল: ‘স্কাইফল’ (২০১২)
২০১২ সালে জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ সিনেমায় ‘স্কাইফল’ গানের জন্য ব্রিটিশ গায়িকা অ্যাডেল অস্কার জেতেন৷ সিনেমায় এজেন্ট ০০৭ ড্যানিয়েল ক্রেগ আকাশ থেকে পড়ে যাচ্ছেন আর সঙ্গে নাটকীয় এই গান৷
ছবি: Getty Images
সেলিন ডিওন: ‘মাই হার্ট উইল গো অন’ (১৯৯৭)
মৃত্যুকে ছাপিয়ে ভালোবাসার জয়৷ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমায় সেই ভালোবাসার জয়গান গাওয়া হয়েছে৷ সিনেমায় সেলিন ডিওনের ‘মাই হার্ট উইল গো অন’ বিশ্বজুড়ে প্রেমিক হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল৷
ছবি: picture-alliance /dpa
সিন্ডি লোপার: ‘টাইম আফটার টাইম’ (১৯৮৪)
মার্কিন গায়িকা সিন্ডি লোপারের মিউজিক ভিডিও ‘টাইম আফটার টাইম’-এ দৈনন্দিন জীবনযাপনে ধীরে ধীরে ফিকে হতে থাকা নারী-পুরুষের ভালোবাসা দেখানো হয়েছে৷ সেখানে লোপার তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাচ্ছে, কিন্তু সারা জীবন সব পরিস্থিতিতে তাকে পাশে পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে৷
ছবি: Imago/MediaPunch/G. Gershoff
ক্যাট স্টিভান্স: ‘ফাদার অ্যান্ড সন’ (১৯৭০)
ব্রিটিশ গায়ক ক্যাট স্টিভানের আসল নাম ইউসুফ ইসলাম৷ তার জনপ্রিয় গান ‘ফাদার অ্যান্ড সন’-এ একটি ছেলে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় যুদ্ধে যেতে চায়৷
ছবি: picture-Alliance/Photoshot
7 ছবি1 | 7
ঠিক সেই সময়টায় দেরাদুনের কাছে অজিত সিংয়ের সংগীত যন্ত্রের দোকানে এসে হাজির হন একদিন হ্যারিসনরা৷ সেখান থেকেই সখ্যতার শুরু, বিটলসের সদস্যদের সঙ্গে গড়ে ওঠে তার আন্তরিকতার সম্পর্ক৷ একটা সময়ে নিজ বাড়িতে চায়ের দাওয়াতও দেন সেসময়ের তরুণ শিল্পীদের৷ পরবর্তীতে লেননের গিটারও ঠিক করে দেন তিনি, হ্যারিসনের ২৫ বছরের জন্মদিনে বিটলসের সঙ্গে বাদ্যযন্ত্র বাজান৷ ২০১৯ সালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের গল্প শুনিয়েছিলেন অজিত৷ ‘‘তারা আমাদের সঙ্গে খুবই আন্তরিক ছিল, মোটেও অহঙ্কারী বা সেরকম কিছু ছিল না,’’ স্মৃতি হাতড়ে বলেছিলেন তিনি৷ সে সময়ও সেই ঐতিহাসিক দোকানটি চালাতেন তিনি, যার নাম প্রতাপ মিউজিক হাউস৷
অজিত সিং নিজেও একজন সংগীত শিল্পী ছিলেন৷ দেশ ও দেশের বাইরে গিয়ে অনেক পারফর্মও করেছেন৷ অল ইন্ডিয়া রেডিওর শীর্ষ শিল্পীদের তালিকায় ছিলেন৷ ভারতীয় ঐতিহ্যবাহী সংগীত যন্ত্র ‘বিচিত্র বীণা' বাজাতে জানা এমন হাতে গোনা কয়েকজনের একজন তিনি৷ মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৮৮ বছর বয়সি মানুষটি৷