1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ভয়াবহ জল-সংকট

রাজীব চক্রবর্তী নতুনদিল্লি
৩ জুলাই ২০১৯

এক বছর পরই গভীর জল সংকটে ভুগবে গোটা ভারত৷‌ দেশের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা ‘‌নীতি আয়োগ' এ কথা জানিয়েছে‌৷ দুশ্চিন্তায় গোটা দেশ৷

Weltwassertag
ছবি: picture-alliance/AFP Creative

ইতিমধ্যে চেন্নাই, মহারাষ্ট, রাজস্থান, গুজরাট ও কেরাল‌াসহ বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক জলসংকটে নাজেহাল বিপুল সংখ্যক মানুষ৷

এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে চেন্নাইকে শুধুমাত্র বৃষ্টিই রক্ষা করতে পারে৷ সম্পূর্ণ ফাঁকা কুয়ো ও জলবিহীন শহর চেন্নাই৷ রাজ্যের প্রধান ৪টি জলাধারই শুকনো৷ সরকারি জলের ট্যাঙ্ক থেকে এক ফোঁটা জলের আশায় দীর্ঘক্ষণ ঠায় লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ৷ বন্ধ স্কুল-‌কলেজ, রেস্তোরাঁও৷ মেট্রো রেলে বন্ধ শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র৷ সর্বত্র বৃষ্টির জন্য আকুতি৷ ভারতের দক্ষিণের রাজ্য চেন্নাইয়ে জল-সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, যা দেখে হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন৷ গোটা ভারতে এমন অবস্থা তৈরি হতে আর বেশি দেরি নেই৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল৷

ভবিষ্যতে দেশের জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী এবং পরিবেশবিদরা৷ এ নিয়ে চিন্তিত ভারত সরকার এবং বিরোধী দলগুলিও৷ ক'‌দিন আগে রেডিও-র মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত'-এ এ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেছেন, ‘‌‘‌একাধিক রাজ্যে জলের অভাব দেখা দিয়েছে৷ বর্ষায় যে জল পাওয়া যায়, তার মাত্র ৮ শতাংশ সংরক্ষণ করা যায়৷ এই জল মোটেই জলসংকট মোকাবিলার পক্ষে যথেষ্ট নয়৷'‌'‌ দেশবাসীকে সর্বশক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন মোদী৷ দেশবাসীর কাছে ৩টি অনুরোধ করেছেন৷ এক, জল সংরক্ষণে আরো বেশি গুরুত্ব দেওয়া৷ দুই, যেসব মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা জল সংরক্ষণ নিয়ে কাজ করছে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া৷ এবং তিন, জল সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে একে অপরকে সচেতন করা৷

ভারতের সংসদে জল সংকট নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে অংশ নিয়েছে সবকটি রাজনৈতিক দল৷ আসন্ন ভয়ঙ্কর পরিস্থিতির আঁচ করে সমস্যার সমাধানে সরকারকে অবিলম্বে উদোগী হওয়ার আর্জি জানিয়েছে সব দলের নেতা-‌নেত্রী৷ সরকার জানিয়েছে, তারা চিন্তিত৷ সমস্যার মোকাবিলায় একগুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে৷ আগামী কয়েক বছরে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হতে পারে৷ এক্ষেত্রে প্রাথমিকভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানো, সর্বস্তরে জলের অপচয় বন্ধ করা, বৃষ্টির জল সংরক্ষণ করা, জলাধার নির্মাণ করা ইত্যাদির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে৷ সংসদের অপর কক্ষ লোকসভাতেও বিভিন্ন দলের সাংসদরা অনবরত জল সংকটের মারাত্মক পরিস্থিতির আশঙ্কা করে ক্রমাগত সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন৷

ভূগর্ভস্থ জল তুলে চাষাবাদ-সহ অন্যান্য কাজে লাগানোয় জলস্তর ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে:মানস ভুঁইয়া

This browser does not support the audio element.

রাজ্যসভায় এই আলোচনায় অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ মানস ভু্ঁইয়া৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‌

‘‌‘‌ভারতে মোট ৬ লক্ষ ৫৬ হাজার গ্রাম রয়েছে৷ সেখানে ১৯ কোটি ১৯ লক্ষ পরিবার বসবাস করে৷ জনসংখ্যা প্রায় ১৩০ কোটি৷ গতবছর জুনে মাসে নীতি আয়োগের এক সমীক্ষায় দেখা গেছে ৬০ কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই৷ দেশে মোট ১৮ শতাংশ মানুষ পাইপলাইনে পানীয় জলের পরিষেবা পাচ্ছেন৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা ও গুজরাটসহ বিভিন্ন রাজ্যে পানীয় জলের গভীর সংকট দেখা দিয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে আর্সেনিক ও ফ্লোরাইডের উপস্থিতি দেখা যাচ্ছে৷ ভূগর্ভস্থ জল তুলে চাষাবাদ-সহ অন্যান্য কাজে লাগানোয় জলস্তর ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে৷ প্রতিদিন আরো সমস্যা বাড়ছে৷ মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে ট্রেনে চেপে ১৪-‌১৫ কিলোমিটার দূরে পানীয় জল কিনতে যেতে হয় মানুষকে৷ এখন বৃষ্টির জল ধরে রেখে পানীয় জল জোগানোর ব্যবস্থা না করা হলে সমস্যা আরো বাড়বে৷'‌'‌

অন্যদিকে, গোটা দেশে বাড়তে থাকা জল সংকট নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ঠিক করেছেন ১২ জুলাই ‘জল বাঁচান, জীবন বাঁচান' দিবস পালন করবে পশ্চিমবঙ্গ৷ সেদিন দুপুর ৩টায় সচেতনতা মিছিল হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ