1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

১ জানুয়ারি ২০২২

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

Indien - Vaishno Devi Tempel in Kaschmir
ছবি: picture alliance/Xinhua News Agency

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুকেশ সিং জানান, জম্মু ও কাশ্মীরের মাতা বিষ্ণু দেবী মন্দিরে নববর্ষের ভোরে এই দুর্ঘটনা ঘটে৷ আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক টুইটে তিনি বলেন, ‘‘মাতা বিষ্ণু দেবি ভবনে দুর্ঘটনায় আমি মর্মাহত৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল৷’’

যেভাবে দুর্ঘটনা ঘটেছে

নববর্ষ উদযাপন করতে শুক্রবার রাতে মন্দিরটিতে ব্যাপক জনসমাগম হয়েছিল৷ উদযাপনের সময় তাদের অনেকে মন্দিরে চত্ত্বরে জমায়েত হলে এ ঘটনা ঘটে৷

ঘটনাস্থলে উপস্থিত মহেশ নামের এক ভক্ত বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘মন্দিরের গেটের কাছে কিছু হয়েছে বুঝতে পারলাম৷ আর মুহূর্তের মধ্যেই আমি আশেপাশের মানুষের ধাক্কায় মাটিতে পড়ে যাই৷ এরপর কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াই৷ সে সময় দেখলাম অনেক মানুষ মাটিতে পড়ে আছে এবং তাদের উপর দিয়ে আরো অনেকে ছুটোছুটি করছে৷’’ 

তিনি বলেন, ‘‘এটি একটি ভায়ানক ঘটনা ছিল৷ তবে আমি আহত অনেককে উদ্ধার করেছি৷’’

দক্ষিণ জম্মুর কাতরা শহরের পাশে অবস্থিত এ মন্দিরটিতে প্রতিবছর হাজারো দর্শনার্থী জড়ো হন৷  

২০১৩ সালে মধ্য প্রদেশে এক পদদলনের ঘটনায় ১১৫ জন নিহত হয়েছিলেন৷ অন্য একটি ধর্মীয় উৎসবে পদদলনে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে৷

আরআর/এডিকে (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ