1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুঠোফোন আত্মরক্ষার অস্ত্র!

২৩ জুন ২০১২

রাজধানী নতুন দিল্লিতে মহিলারা যে রকম নিরাপত্তার অভাবে ভোগেন, তা বোধহয় ভারতের অন্য কোনো শহরে নয়৷ এবার একটি নতুন স্মার্ট ফোন অ্যাপ বাজারে এসেছে, যা অত্যাচার-আক্রমণের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে৷

ছবি: picture-alliance/dpa

পুলিশের পরিসংখ্যান বলে, ভারতে প্রতি চতুর্থ ধর্ষণের ঘটনা ঘটে নতুন দিল্লিতে৷ অথচ ভারতের রাজধানীতে মহিলাদের এই নিদারুণ নিরাপত্তার অভাবের প্রতি সরকারি-বেসরকারি প্রতিক্রিয়া হল ব্লেম-গেম, উদাসীনতা এবং সরাসরি অস্বীকার করা, বলেন ‘ফাইট ব্যাক অ্যাপ'-এর এক স্রষ্টা শ্বেতা পুনি৷ কিন্তু তিনি এবং তাঁর সহ-স্রষ্টা হিন্দোল সেনগুপ্ত প্রযুক্তিতে বিশ্বাস করেন৷ দু'জনেই ত্রিশের কোঠায় পা দিয়েছেন, দু'জনেই সাংবাদিক হিসেবে কাজ করেন এবং দু'জনেই নতুন দিল্লিতে বড় হয়েছেন৷ মহিলাদের বিরুদ্ধে দৈনন্দিন সহিংসতাকে দৃষ্টিগোচর করার জন্যই তারা ফাইট ব্যাক অ্যাপটি সৃষ্টি করেছেন৷

ধারণাটা খুবই সহজ: জিপিএস ট্র্যাকিং'এর মাধ্যমে মহিলারা সংকেত পাঠাতে পারেনছবি: picture alliance/Dinodia Photo Library

ধারণাটা খুবই সহজ: জিপিএস ট্র্যাকিং'এর মাধ্যমে মহিলারা সংকেত পাঠাতে পারেন যে তারা বিপদে পড়েছেন৷ সন্ধ্যাবেলায় বাড়ি ছেড়ে বেরনোর সময়েই মহিলারা যদি অ্যাপটিকে সক্রিয় করেন, তাহলে জিপিএস ট্র্যাকার প্রতি মুহূর্তে খোঁজ রাখবে, মহিলা ঠিক কোথায় আছেন৷ হিন্দোল সেনগুপ্ত ডয়চে ভেলে'কে বলেন, ‘‘যদি কখনো মনে হয় আপনি বিপদে পড়ছেন, তাহলে কার্সরটি নিয়ে একটি বাটন টিপলেই হল৷ পাঁচ মিনিটের মধ্যে আপনার পরিবার এবং বন্ধুমহলের পূর্ব-নির্দ্দিষ্ট পাঁচজনের কাছে অ্যালার্ট পৌঁছে যাবে, ই-মেল'এর মাধ্যমে৷ এছাড়া আপনার ফেসবুক পাতাতেও আপডেট হয়ে যাবে যে, আপনার সাহায্য প্রয়োজন এবং সেটা ঠিক কোথায়৷''

মজার কথা, ছ'মাসের বেশি সময় ধরে অ্যাপটি বাজারে আছে৷ পুনি এবং সেনগুপ্তর ‘হোয়াইপোল' ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি ডাউনলোড করা যায়৷ খরচ বছরে মাত্র ১০০ ভারতীয় রুপি৷ অথচ এ যাবৎ মাত্র কয়েক শত মহিলা তা ব্যবহার করছেন৷ এর কারণ, প্রযুক্তিটা খুব সহজ নয়, বলে স্রষ্টাদের ধারণা৷ তাই তারা ফাইট ব্যাক'এর একটি সরলতর সংস্করণ নিয়ে কাজ করছেন, যা সাধারণ মুঠোফোনেও ব্যবহার করা চলবে৷

প্রতিবেদন: সান্ড্রা পেটার্সমান / এএসসি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ