ভারতে রেকর্ড করোনা পরীক্ষা, আক্রান্ত দুই লাখ ৭৬ হাজার
২০ মে ২০২১
একদিনে রেকর্ড করোনা পরীক্ষা হলো ভারতে। ২০ লাখ ৫৫ হাজার। তাতে করোনা সংক্রমণের সংখ্যা সামান্য বাড়ল।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার মানুষ। একদিন আগে সংখ্যাটা ছিল সামান্য কম। তবে এদিন আরো বেশি করোনা পরীক্ষা হয়েছে। ২০ লাখ ৫৫ হাজার। ফলে যতজনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১০ শতাংশের সামান্য বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে দেখা যাচ্ছে। মৃতের সংখ্যাও কিছুটা কমে হয়েছে তিন হাজার ৮৭৪।
সব চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কর্ণাটকে, ৩৪ হাজার ২৮১ জন। তারপরই মহারাষ্ট্রে ৩৪ হাজার ৩১ জন। তামিলনাড়ুতেও ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে। কেরালায় ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৪৬ জন। গত ৫ এপ্রিলের পর দিল্লিতে সব চেয়ে কম মানুষ একদিনে আক্রান্ত হলেন।
তবে ভারতে এখন ব্ল্যাক ফাংগাস দ্রুত ছড়াচ্ছে। রাজস্থান ও তেলেঙ্গানা ব্ল্যাক ফাঙ্গাসকেও অতিমারি বলে ঘোষণা করেছে। দুই জায়গাতেই একশ জনের বেশি এই রোগে আক্রান্ত হয়েছেন। রাজস্থানে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
করোনায় বেহাল ভারত, আতঙ্ক ও মৃত্যুর ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল ভারত। প্রতিদিন সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত। মানুষ আতঙ্কিত। ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো।
ছবি: Adnan Abidi/REUTERS
হাসপাতালে ঠাঁই নেই
দিল্লির সব হাসপাতাল ভর্তি। কেথাও বেড নেই। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যেখানে আগে কেউ মারা গেলে দেহ এনে রাখা হতো, সেখানে এইভাবে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।
ছবি: Danish Siddiqui/REUTERS
শ্মশানে ঠাঁই নেই
এত বেশি মানুষ মারা যাচ্ছেন যে, শ্মশানও চাপ নিতে পারছে না। দেহ সৎকার করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তাই শ্মশানের বাইরে তৈরি করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। দাহ করার জন্য।
ছবি: Adnan Abidi/REUTERS
চিতা বহ্নিমান
সমানে জ্বলছে চিতা। দিল্লির ছবি।
ছবি: ADNAN ABIDI/REUTERS
দীর্ঘ লাইন
শ্মশানের সামনে ভয়াবহ লাইনের ছবি।
ছবি: Amarjeet Kumar Singh/Zuma/picture alliance
কবরস্থানেও একই অবস্থা
একই ছবি কবরস্থানেও। সেখানেও সমানে করোনায় মৃত মানুষকে কবরস্থ করা হচ্ছে।
ছবি: Danish Siddiqui/REUTERS
লকডাউন তবু
দিল্লিতে নয়দিন ধরে লকডাউন চলছে। চলবে আরো অন্তত পাঁচদিন। কর্ণাটকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। তাতেও করোনাকে কাবু করা যাচ্ছে না।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
হাসপাতালের সামনে
উত্তর প্রদেশের নয়ডায় হাসপাতালের সামনের ছবি। দিল্লির হাসপাতালের সামনের ছবিটাও একই।
ছবি: Sunil Ghosh/Hindustan Times/imago images
অক্সিজেনের খোঁজে
ভারতের প্রায় সব শহরেই ছবিটা একই। সব চেয়ে খারাপ অবস্থা দিল্লিতে। অক্সিজেন নেই। ইতিমধ্যে একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একই অবস্থা হরিয়ানাতেও। হাসপাতাল সমানে এসওএস পাঠাচ্ছে অক্সিজেনের জন্য।
ছবি: Adnan Abidi/REUTERS
কান্নায় ভেঙে পড়া মানুষ
স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মানুষ।
ছবি: Amit Dave/REUTERS
9 ছবি1 | 9
বাড়িতে বসে পরীক্ষা
এরই মধ্যে সরকার বাড়িতে বসে করোনা পরীক্ষার কিট অনুমোদন করেছে। তবে একমাত্র যাদের উপসর্গ আছে, তারাই এই কিট ব্যবহার করতে পারবেন। এর জন্য একটা অ্যাপও চালু করা হয়েছে।