১৪ এপ্রিল থেকে আরো দু'সপ্তাহ লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ শনিবার রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
বিজ্ঞাপন
ভিডিও কনফারেন্সে বাংলা, দিল্লি ও কর্নাটকসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মোদীর কাছে লকডাউনের সময় বাড়ানোর আবেদন করেন৷ সেই আহ্বানে সাড়া দিয়েই কেন্দ্রীয় সরকার লকডাউন সময় দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ ওড়িশা ও পাঞ্জাব অবশ্য আগেই লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল৷
এর আগে নতুন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার৷ সে সময় জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছিলেন, করোনার সঙ্গে লড়াই করতে হলে লকডাউনের বিকল্প নেই৷ হিসেব অনুযায়ী, ১৪ এপ্রিল লকডাউনের সময় শেষ হবার কথা৷ কিন্তু গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়েছে৷ এখন প্রায় সাড়ে সাত হাজার মানুষ কোভিড-১৯ আক্রান্ত৷
আগের নিয়ম অনুযায়ীই লকডাউনের সময় জরুরি পরিসেবা ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দোকান ছাড়া আর সবকিছু বন্ধ থাকার কথা রয়েছে৷ দেশের অভ্যন্তরীণ বিমান ও রেল বন্ধ রয়েছে৷ অতিপ্রয়োজনীয় দপ্তর ছাড়া বাকি সব প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে৷
এর বাইরে গোটা দেশজুড়ে কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে৷ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, হটস্পটের বসবাসকারীরা বাড়ির বাইরে বেরুতে পারবেন না৷ প্রয়োজনীয় পণ্য সরকার তাদের সরবরাহ করবে৷
এসজি/জেডএ
লকডাউন মানাতে দেশে দেশে পুলিশের তৎপরতা
অসচেতনতা এবং ধর্মীয় গোঁড়ামির কারণে বিশ্বের অনেক দেশেই কিছু মানুষ বাইরে ঘোরাফেরা করে সবার জীবনকে ঝুঁকিপূর্ণ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে পুলিশ। দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/P. Ravikumar
মোগাদিসু, সোমালিয়া
আফ্রিকার দেশ সোমালিয়ার কিছু মানুষ এখনো করোনা ভাইরাসের বিপদটা ঠিক বুঝতে পারছেন না। লকডাউন না মেনে তাই অনেকে আনন্দে মেতেছিলেন রাজধানী মোগাদিসুর লিডো সৈকতে। তাদের অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে ঘরে পাঠায় পুলিশ।
ছবি: Reuters/F. Omar
জেরুসালেম
জেরুসালেমে কট্টর ইহুদিরাও লকডাউন মানতে চাননি। তাদের বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে পুলিশকে।
ছবি: Reuters/R. Zvulun
ব্রাইটন, ব্রিটেন
বৃটেনের ব্রাইটন শহরে লকডাউন না মানা একজনকে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/P. Cziborra
গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির কিছু মানুষ আরো বেপরোয়া। কারফিউ অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা। হাতকড়া পরিয়ে কারাগারে পাঠানো হয় তাদের।
ছবি: Reuters/L. Echeverria
লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসের কাছে পরাশক্তি যুক্তরাষ্ট্রও বড় অসহায়। মৃত্যুর মিছিল নেমেছে সে দেশে। তারপরও টনক নড়েনি অনেকের। নিজের প্রতি, দেশের প্রতি দুর্যোগের সময়ও দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ কিছু মানুষকে তিরস্কার করছে লসএঞ্জেলেসের পুলিশ।
ছবি: Reuters/K. Grillot
চেন্নাই, ভারত
ভারতের কিছু শহরে লকডাউন না মানা মানুষদের প্রতি পুলিশের আচরণ খুব নির্মম মনে হয়েছে অনেকের কাছে। ছবিতে চেন্নাইয়ের কিছু মানুষকে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/P. Ravikumar
কাঠমান্ডু, নেপাল
নেপালের রাজধানীতেও কিছু মানুষ লকডাউন মানতে নারাজ। করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই তাদের একজনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/N. Chitrakar
আহমেদাবাদ, ভারত
আহমেদাবাদে শুধু পুলিশ দিয়ে কাজ হয়নি। তাই অসচেতন মানুষদের নিয়ম মানতে বাধ্য করার কাজে নেমেছে বিশেষ বাহিনী।
ছবি: Reuters/A. Dave
মস্কো, রাশিয়া
করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ এড়াতে রাজধানী মস্কোয় আংশিক লকডাউন ঘোষণা করেছিল রুশ সরকার। রেড স্কয়ারে সে আদেশ অমান্য করা দুই পথচারীর মুখোমুখি এক পুলিশ কর্মকর্তা।
ছবি: Reuters/M. Shemetov
ব্যাংকক, থাইল্যান্ড
থাইল্যান্ডের রাজধানীতেও সাধারণ মানুষকে ঘরে রাখতে বিশেষ উদ্যোগ নিতে হয়। এক মোটর সাইকেল আরোহীকে লকডাউনের সময়ে যাবতীয় করণীয় বুঝিয়ে দিচ্ছে পুলিশ।
ছবি: Reuters/J. Silva
রিও ডি জেনেইরো, ব্রাজিল
ব্রাজিলের কিছু মানুষ করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে সূর্যস্নান করছিল। এই দুর্যোগের সময় ঘরে স্নান করার উপকারিতা বোঝাচ্ছে পুলিশ!
ছবি: Reuters/L. Landau
কেপটাউন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকায় সাধারণ মানুষকে লকডাউন মানাতে একসঙ্গে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।
ছবি: Reuters/M. Hutchings
ঢাকা, বাংলাদেশ
ঢাকার রাস্তায় এক ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ৷