1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে লোকপাল বিল নিয়ে ইতিবাচক বৈঠক

২০ জুন ২০১১

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার ও নাগরিক কমিটির প্রতিনিধিদের খসড়া যৌথ কমিটির বৈঠক ইতিবাচক বাতাবরণেই শেষ হয়েছে৷ তবে আন্না হাজারে সমর্থকরা খুশি নয়৷

মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বালছবি: UNI

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের অবস্থানে যে অনমনীয় মনোভাব নিয়েছিল আজ অষ্টম দফার বৈঠক সেদিক থেকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে উভয় পক্ষ৷

বৈঠক শেষে সরকারের তরফে মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, এক কড়া লোকপাল বিল আমরা তৈরি করতে পারবো৷'' ৮০-৮৫ শতাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে৷ যেসব ইস্যুতে মতভেদ আছে সেবিষয়ে উভয়পক্ষ আজকের বৈঠকে নিজেদের বক্তব্য রাখেন এবং একে অপরের অবস্থান অনুধাবন করেন৷ আগামীকাল উভয় পক্ষ সেবিষয়ে আলাদা আলাদা খসড়া পেশ করবেন৷ তারপর তা যাবে ক্যাবিনেট কমিটিতে৷ সংসদের বাদল অধিবেশনে পেশ করার আগে রাজনৈতিক দলগুলির মত নেয়া হবে, বলেন মন্ত্রী কপিল সিব্বাল৷

দুর্নীতি-বিরোধী আন্দোলনের মুখ আন্না হাজারেছবি: UNI

অপরদিকে আন্না হাজারের নাগরিক কমিটির প্রতিনিধিদের পক্ষে আইনজীবী প্রশান্তভূষণ বলেন, ‘‘আলোচনার বাতাবরণ ছিল হৃদ্যতাপূর্ণ৷ তবে যেসব বিষয়ে মতভেদ ছিল তা এখনো আছে এবং মতানৈক্যের আরো কিছু বিষয় যুক্ত হয়েছে৷ একটা হলো লোকপাল কমিটির সদস্য নিয়োগ সংক্রান্ত৷ আমরা চাই কমিটিকে ব্যাপকতর করতে, যেখানে থাকবেন নিরপেক্ষ ও অ-রাজনৈতিক বিশিষ্টজনেরা৷'' সরকার চাইছে কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের আধিপত্য৷ দ্বিতীয়ত, নাগরিক পক্ষ চাইছে, লোকপালের অপসারণে বা লোকপালের বিরুদ্ধে যে-কোন নাগরিক সুপ্রীম কোর্টে অভিযোগ দায়ের করতে পারবে৷ আর সরকারের মতে সেকাজ করবে শুধুমাত্র সরকার৷ বিতর্কিত ইস্যুগুলিতে উভয়পক্ষ নিজেদের বক্তব্য সম্বলিত পৃথক পৃথক খসড়া পেশ করবে আগামীকালের বৈঠকে৷

কোন কোন ইস্যুতে মতৈক্য হয়নি৷ যেমন প্রধানমন্ত্রী ও বিচারবিভাগকে বিলের আওতায় আনা৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ও কেন্দ্রীয় নজরদারি কমিশন সিভিসিকে সংযুক্ত করা,নীচের তলার আমলাদের দুর্নীতিকে এর মধ্যে আনা এবং সংসদে এমপিদের গর্হিত আচরণের বিরুদ্ধে লোকপালের ব্যবস্থা নেয়ার ক্ষমতা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ