1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা

৭ জুন ২০২১

তৃতীয় ঢেউয়ের আগে শিশু এবং কিশোরদের ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার। শুরু হয়েছে ট্রায়াল।

ভ্যাকসিন
ছবি: Niharika Kulkarni/REUTERS

প্রথম ঢেউ খানিকটা সামলানো গেছিল। দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্যব্যবস্থার করুণ ছবি সামনে চলে এসেছে। স্পষ্ট হয়েছে সরকারের অপদার্থতাও। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। সরকার কি আদৌ আগে থেকে তা নিয়ে যথেষ্ট তৎপর? বলা হচ্ছে, ভারতে যে তৃতীয় ঢেউ আসবে, তাতে আরো বেশি আক্রান্ত হবে শিশু এবং কিশোররা। কী ভাবছে সরকার?

তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক সরকার। সোমবার থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নতুন করে ট্রায়াল শুরু হয়েছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন দেওয়া হচ্ছে তিন থেকে ১৮ বছরের শিশু কিশোরদের। পাটনা এইমসও জানিয়েছে, সেখানে ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল ফলপ্রসূ হলে দ্রুত শিশু এবং কিশোরদেরও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

এই মুহূর্তে ভারতে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্র্যাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন এবং এবং রাশিয়ার তৈরি স্পুটনিক। ১৮ বছর না হলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। তবে পৃথিবীর বেশ কিছু দেশে ইতিমধ্যেই ছোটদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। অ্যামেরিকা এবং ক্যানাডায় ১৫ বছর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চীনে তিন বছরের ওপরে হলেই ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন দেখার, প্রাথমিক ট্রায়ালের পরে ভারতেও কিশোর এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হয় কি না।

কোভ্যাকসিন ছাড়াও অন্য ভ্যাকসিন গুলি ছোটদের দেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এদিকে, রাজ্য সরকারগুলি তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ের আগে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে ছোটদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আলাদা ওয়ার্ড তৈরি করা হচ্ছে।

তবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি। দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ