1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সন্ত্রাস নির্মূলের আশ্বাস সৌদি যুবরাজের

২০ ফেব্রুয়ারি ২০১৯

ভারত সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান৷ সন্ত্রাস নির্মূলে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷ সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Indien Narendra Modi empfängt Mohammed bin Salman in Neu-Delhi
ছবি: Reuters/A. Abidi

বুধবার নতুন দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে ভারত সফররত যুবরাজ বলেন, ভারত ও সৌদি আরব একটি বিষয়ে সচেতন, আর তা-হলো সন্ত্রাস নির্মূল৷ভারতে সন্ত্রাসদমনে সবধরণের সহযোগিতা করতে তাঁর দেশ প্রস্তুত বলে জানান তিনি৷ সালমান বলেন, ‘‘জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ ইস্যুতে আমরা নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদান করব৷''

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ এই পরিস্থিতিতে ভারত সফর করছেন সৌদি যুবরাজ৷ কাশ্মীরে হামলার পেছনে পাকিস্তানি জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত৷

সংবাদ সম্মেলনে মোদী জানান, সন্ত্রাস নির্মূল, নৌপথে সহায়তা ও সাইবার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন৷

দিনের শুরুতে যুবরাজকে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সংবর্ধনা দেয়া হয়৷ সাধারণত বিমানবন্দরে কোনো বিদেশি নেতা-নেত্রীদের স্বাগত জানাতে ভারতের প্রধানমন্ত্রী সাধারণত কোনো জুনিয়র মন্ত্রী কিংবা কর্মকর্তাকে পাঠান, কিন্তু সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷

পাকিস্তানেও একই ধরণের সংবর্ধনা পেয়েছিলেন যুবরাজ৷ সেই দেশে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি৷

ভারত সফর শেষে সৌদি যুবরাজের চীন সফরে যাওয়ার কথা রয়েছে৷ যুবরাজের এই ত্রিদেশীয় সফরকে অবশ্য ভালো চোখে দেখছে না পশ্চিমা বিশ্ব৷ কেননা সৌদি সাংবাদিক জামাল খাশগজি'র হত্যাকাণ্ডের পেছনে যুবরাজের হাত রয়েছে বলে দৃঢ় বিশ্বাস তাদের৷ এছাড়া ইয়েমেনে সৌদি হামলা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়েও নাখোশ তারা৷

অশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের অন্যতম প্রধান ক্রেতা ভারত৷ ফলে দুই দেশের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে আগে থেকেই ভালো একটি সম্পর্ক বিদ্যমান৷ দুই দেশের মধ্যে ২৮ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এছাড়া ভারতের আশা, সৌদি আরব তাদের দেশে অবকাঠামো, মহাসড়ক ও নৌ বন্দর নির্মাণে বিনিয়োগ করবে, পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি-এসব ক্ষেত্রে সহযোগিতার আশা করছে ভারত৷

আজ রাতেই চীনের উদ্দেশে ভারত ছাড়বেন যুবরাজ সালমান৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ