1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে জঙ্গি হামলার আশঙ্কা

২২ জানুয়ারি ২০১৬

ভারত জুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা৷ গোয়েন্দারা জানিয়েছেন, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে৷ ভারতের যে কোনো প্রান্তেই হতে পারে এই হামলা৷ গোয়েন্দারা বলছেন, এমন হামলার পরিকল্পনা করেছে বাংলাদেশের হিযবুত তাহরীর৷

Indien Angriff Polizeistation Punjab Dinanagar in Gurdaspur
(ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa/P. Singh

এমন একটি হামলা পরিকল্পনার আশঙ্কা থেকে গত ১৫ জানুয়ারি থেকেই সতর্কাবস্থায় আছে ভারত৷ ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) বাংলাদেশের একটি নাম্বার থেকে করা ফোন কলের বক্তব্যে সন্ত্রাসী হামলা পরিকল্পনার ইঙ্গিত পায়৷ ফোনের কথোপকথনে এক বাংলাদেশি ভারতে অবস্থানরত কাউকে বলেন, ‘‘ডক্টর মেডিসিন লে কার যায়েগা''৷ হিন্দিতে বলা এই বাক্যটির মানে, ‘‘ডাক্তর ওষুধ নিয়ে যাবে৷'' গোয়েন্দারা বলছেন, এই মেডিসিন বলতে আসলে বোমা বা আগ্নেয়াস্ত্র বোঝানো হয়েছে৷ এমন প্রতীকী ভাষায় আসলে বড় রকমের হামলার পরিকল্পনার কথাই জানিয়েছে হিযবুত তাহরীরের কোনো জঙ্গি৷

এক খবরে গোয়েন্দাদের উদ্ধৃত করে ‘টাইমস অফ ইন্ডিয়া' জানিয়েছে, বাংলাদেশের ওই নাম্বার থেকে গত ১৫ই জানুয়ারি দু'বার ভারতে ফোন করা হয়৷ একবারের কথোপকথনের ‘ডক্টর মেডিসিন লে কার জায়েগা' বাক্যটিই সজাগ করে তোলে গোয়েন্দাদের৷ সেদিনই ভারতের সব রাজ্যের পুলিশ বিভাগকে সম্ভাব্য বোমা ও আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়৷ গোয়েন্দাদের মতে, ১৬ থেকে ২৩ জানুয়ারির মধ্যে যে কোনো দিন যে কোনো স্থানে হতে পারে এ হামলা৷

আগামী ২৬ জানুয়ারি ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত৷ সাম্প্রতিক সময়ে যে কোনো জাতীয় দিবসের এক দিন আগে থেকে এক দিন পর পর্যন্ত দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়৷ হিযবুত তাহরীরের কথিত হামলা পরিকল্পনার কারণে এবার প্রজাতন্ত্রের ১১ দিন আগে থেকেই সতর্কাবস্থায় রয়েছে দেশটি৷ সেনাবাহিনী, বিমানবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

গোয়েন্দা সংস্থা ১৫ থেকে ২৩ পর্যন্ত যে সময়সীমার কথা বলেছিল শনিবারই তা শেষ হবে৷ অর্থাৎ সর্বোচ্চ সতর্কাবস্থার শেষ ২৪ ঘণ্টার উদ্বেগ এখন ভারত জুড়ে৷ ভারতীয় গোয়েন্দারা বলেছেন, ইন্ডিয়ান মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো কিছু জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরকে হামলা পরিচালনার ব্যপারে সাহায্য করছে৷

এসিবি/ডিজি (ইন্ডিয়া টুডে অনলাইন)

সদ্যই সিঙ্গাপুরে আটক হলো ২৭ জন ‘বাংলাদেশি জঙ্গি’৷ এবার ভারতেও হামলার আশঙ্কা৷ তাহলে কি বলা যেতে পারে, বিদেশে বাংলাদেশি জঙ্গিদের তৎপরতা বাড়ছে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ