1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সাধারণ নির্বাচন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৮ জানুয়ারি ২০১৪

ভারতের নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মধ্য-এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের প্রক্রিয়া৷ আগামী মাস থেকে শুরু হবে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে নির্বাচন কমিশনের শলাপরামর্শ৷

Wahlen in Indien 2014
ছবি: A.K Chatterjee

ভারতের মতো জনবহুল একটি গণতান্ত্রিক দেশে সাধারণ নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এক এলাহি ব্যাপার৷ দেশে বর্তমানে ভোটদাতার সংখ্যা ৭৮ কোটির বেশি৷ তার জন্য দরকার আট লাখ বুথ এবং ১৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন৷ নির্বাচিত করবেন সংসদের নিম্নকক্ষ ষোড়শ লোকসভার ৫৪৩ জন সাংসদ৷ সংসদের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০১৪ সালের ৩০শে মে৷ পয়লা জুন থেকে শুরু হবে নতুন সংসদের অধিবেশন৷ সেজন্য প্রথম দফার ভোটগ্রহণ হবে মধ্য এপ্রিল এবং শেষদফার ভোট তথা গোটা ভোটগ্রহণ পর্ব শেষ করতে হবে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে৷ এই নির্বাচনের জন্য ব্যয় ধরা হয়েছে দশ হাজার কোটি টাকার বেশি৷

নরেন্দ্র মোদীছবি: picture-alliance/dpa

নির্বাচন প্রক্রিয়ার প্রাথমিক পর্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে ব্যাপক শলাপরামর্শ শুরু হবে আগামী মাস থেকে – এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ভি.এস সম্পথ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হবে রেলওয়ে ও অন্যান্য দপ্তরের সঙ্গে৷ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর দরকার হবে, তার ব্যবস্থা করবে স্বরাষ্ট্র দপ্তর৷ আধা-সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েনের ব্যবস্থা হলে তারপর স্থির হবে ভোটপর্ব পাঁচ দফায় নাকি ছয় দফায় হবে৷ যেসব রাজ্যে একাধিক পর্যায়ে ভোট নেয়া হবে তার মধ্যে আছে উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ৷ ঐসব রাজ্যে তিন অথবা চার দফায় ভোট হোতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে আভাস দেয়া হয়েছে৷ প্রথম দফার ভোটগ্রহণের চার সপ্তাহ আগে নির্বচনি বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে বলবৎ হবে নির্বাচনি বিধি৷ সরকার জনকল্যাণমূলক নতুন কোনো প্রকল্প বা কর্মসূচি ঘোষণা করতে পারবে না৷

মোদী প্রধানমন্ত্রী হলে দেশের পক্ষে বিপদ: মনমোহন সিংছবি: Reuters

নিবাচনি নির্ঘণ্ট চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় বাহিনীর আন্তঃরাজ্য চলাচল, ভোটের সাজসরঞ্জাম এবং উপকরণ, পরিবহন, স্কুল-কলেজের পরীক্ষাসূচি এবং বলাবাহুল্য ভোটার তালিকা সংশোধন৷ ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে কয়েক কোটি নতুন ভোটার যাঁরা সদ্য ভোটাধিকার পেয়েছেন, তাঁদের নাম তালিকার অন্তর্ভুক্ত করা৷ ভোটার তালিকা ‘আপ-টু-ডেট' করতে মাসখানেক সময় লাগতে পারে৷

রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্য মিলিয়ে মোট ৩৫টি রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় ও আঞ্চলিক দল মিলিয়ে ১৪টি দল৷ উল্লেখ্য, এবারের নির্বাচনে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর ডিএমকে দল কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না জানিয়েছে৷ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখ করে বিজেপি সংসদায় নির্বচনে কোমর বেঁধেছে৷ তেমনি রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস নেমেছে নির্বাচনি প্রচারে৷ কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী? মোদী নাকি রাহুল? যাঁরা মোদী বিরোধী তাঁরা আতঙ্কিত৷ ভাবছেন, মোদী এলে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটবে৷ অথচ মোদীর বিকল্প হিসেবে রাহুলের ওপর অনেকেই ভরসা রাখতে পারছেন না৷ কারণ সরকার পরিচালনায় মোদী দক্ষ, রাজনীতিতে সিদ্ধ৷ অন্যদিকে রাহুল সরকার চালাননি, প্রশাসনিক অভিজ্ঞতা শূন্য৷ নতুন রাজনৈতিক দল অরবিন্দ কেজরিওয়ালের অঘটন পটিয়সী আম আদমি পার্টি সংসদের অন্তত ১০০টি আসনে প্রার্থী বলে বলে শোনা যাচ্ছে৷

সাধারণ নির্বাচনের সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িষা ও সিকিম বিধানসভার ভোট৷ নির্বাচন কমিশন অপেক্ষা করছে সরকার কবে সংসদের শেষ অধিবেশন ডাকে স্বল্পকালনীন ব্যয় বরাদ্দ, অর্থাৎ ‘ভোট-অন-অ্যাকাউন্ট' পাশ করাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ