1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-আফগান সহযোগিতা চুক্তি সই

৫ অক্টোবর ২০১১

নতুন দিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ এই ধরণের চুক্তি এর আগে অন্য কোনো দেশের সঙ্গে আফগানিস্তান করেনি৷

Indian Prime Minister Manmohan Singh, right, and Afghanistan President Hamid Karzai pose before a meeting in New Delhi, India, Tuesday, Oct. 4, 2011. Karzai is on a two-day official visit to India.(AP Photo/Gurinder Osan)
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: dapd

ভারত ও আফগানিস্তানের মধ্যে কৌশলগত সহযোগিতার এই ঐতিহাসিক চুক্তির বিশেষ দিক হলো, আফগানিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনীকে ট্রেনিং দেবে, সুসজ্জিত ও দক্ষ করে তুলবে ভারত৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট কারজাই নতুন দিল্লিতে এই চুক্তিতে সই করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে দু'দেশের ভবিষ্যত রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা এক সাংবিধানিক রূপ পেল৷

আরো দুটি সমঝোতা স্মারকপত্র সই হয়েছে৷ তার একটি খনিজ সম্পদ খনন অন্যটি হাইড্রোকার্বন সংক্রান্ত৷ বহুজাতিক বাহিনী আফগনিস্তান থেকে চলে গেলে, আফগানিস্তানের পুনর্গঠন, উন্নয়ন ও শান্তির ভবিষ্যত যাত্রাপথে ভারত যে আফগান জনগণের পাশে আছে - এই চুক্তি তারই এক দলিল৷ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ভারত-আফগান সহযোগিতা এক খোলা পাতা৷ বাইরের হস্তক্ষেপ বিনা ভীতি ও চাপ ছাড়া আফগান জনগণ যাতে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে সেটাই সুনিশ্চিত করতে আগ্রহী ভারত৷

ছবি: dapd

দেশ গঠনে আফগানিস্তানের প্রয়াসকে সমর্থনের লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে জার্মানির বন ও তুরস্কের ইস্তাম্বুলে আসন্ন সম্মেলনে ভারত যোগ দেবে৷ এই মুহূর্তে দরকার আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা, বলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

আফগান প্রসিডেন্ট কারজাই বলেন, ভারতের সঙ্গে এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ছায়া ফেলবে না৷ হিংসামুক্ত আফগানিস্তানকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা জরুরি৷ ভারত সেটাই দেখতে চায়৷

প্রসঙ্গত, জাতিসংঘে ভারত ও আফগানিস্তান - উভয় দেশ নিজেদের সহযোগিতা আরো বাড়াবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের লক্ষ্যে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ