ভারতের অনেক ক্রিকেটভক্ত ফেসবুক প্রোফাইল সাজাচ্ছেন পাকিস্তান দলের সমর্থনে আর পাকিস্তানের অনেকে তা করছেন ভারতের সমর্থনে৷এটা দেখে মুগ্ধ ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সাকারবার্গ৷
বিজ্ঞাপন
ইংরেজিতে হ্যাশট্যাগ #প্রোফাইলসফরপিস৷ না, ঠিক গতকাল এটির সৃষ্টি হয়নি৷ বেশ কয়েকমাস ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যবহৃত হ্যাশট্যাগটি গতকাল নতুন মাত্রা পেয়েছে৷ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের দিনে মার্ক সাকারবার্গ সেটিকে দিয়েছেন নতুন মাত্রা৷ বুধবার তিনি লিখেছেন, ‘‘ফেসবুকে ভারত এবং পাকিস্তানে বেশ মজার কিছু একটা ঘটছে এখন৷''
সাকারবার্গের স্ট্যাটাসে ব্যবহার করা হয়েছে #প্রোফাইলফরপিস হ্যাশট্যাগটি৷ তিনি দেখাতে চেয়েছেন, ক্রিকেট কিভাবে দু'টি দেশের মধ্যে বন্ধন গড়ছে, আর তাতে বড় ভূমিকা রাখছে ফেসবুক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগটি ব্যবহার করে ছবি প্রকাশ করেছেন অনেকে:
বলাবাহুল্য, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরি সম্পর্ক সবারই জানা৷ মাঝেমাঝেই দু'দেশের সীমান্তে গোলাগুলি, প্রাণহানির ঘটনা ঘটছে৷ কাশ্মীর ইস্যুতে তাদের বিবাদ চরমে উঠতে পারে যেকোনো সময়৷
এমনকি বর্তমানে ভারতে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছিল জটিলতা৷ নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের কিছু জায়গায় খেলতে রাজি হয়নি পাকিস্তান৷ শেষমেশ তাদের আপত্তি আমলে নিয়ে খেলার ভেন্যু পরিবর্তন করা হয়৷ তাই শনিবার দু'দলের মধ্যকার খেলাটি হচ্ছে কলকাতায়, ধর্মশালায় নয়৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাবেন যে ছয় খেলোয়াড়
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন খেলোয়াড় কেমন খেলবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা৷ ক্রিকেটের এই ছোট সংস্করণের তারকাদের একনজর দেখে নেই চলুন:
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিস)
বিশ্বের অন্যতম আলোচিত ব্যাটসম্যান ক্রিস গেইল৷ তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁকে৷ জামাইকান এই তারকাকে সম্প্রতি সাত হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়৷ অপরাধ, টিভিতে লাইভ সাক্ষাৎকার নেয়া এক নারী সাংবাদিককে ‘ডেটিং’-এর প্রস্তাব দেয়া৷ টি-টোয়েন্টিতে ১২ বলে ৫০ রান করার রেকর্ড আছে তাঁর৷
ছবি: dapd
বিরাট কোহলি (ভারত)
বর্তমানে ফর্মের তুঙ্গে আছেন ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলি৷ সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে তাঁর অপরাজিত ৪১ রান বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় সহজ করে দিয়েছে৷ বিশ্বকাপে স্বাগতিকদের চূড়ান্ত জয় এনে দিতে বড় ভূমিকা রাখতে পারেন মারকুটে এই ব্যাটসম্যান৷
ছবি: dapd
মোহাম্মদ আমির (পাকিস্তান)
পাঁচবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে রীতিমত চমক সৃষ্টি করেছেন মোহাম্মদ আমির (বামে)৷ পাকিস্তানের এই পেসার এশিয়া কাপে চমৎকার খেলেছেন, যদিও বাংলাদেশের কাছে হেরে ফাইনালে আর পৌঁছাতে পারেনি তারা৷ ভারতের মাঠে বড় পরীক্ষা দিতে প্রস্তুত এই পেসার৷
ছবি: picture alliance/AP Photo/A.M. Ahad
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
‘সুপারম্যান’ খ্যাত বিধ্বংসী এই ব্যাটসম্যান এখন দক্ষিণ আফ্রিকার বড় সম্পদ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে টি-টোয়েন্টিতে হাত পাকানো ভিলিয়ার্সের কাছে তাই ভারতের মাঠ অপরিচিত কোনো স্থান নয়৷
ছবি: picture-alliance/dpa/Richard Wainwright
বেন স্টকস (ইংল্যান্ড)
অনেকে তাঁকে মনে করেন নতুন ইয়ান বোথাম৷ অল রাউন্ডার স্টকস চলতি বছরের শুরুতে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম দ্বিশতক করেন দক্ষিণ আফ্রিকায়, ১৬৩ বল খরচ করে৷ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারেন তিনি৷
ছবি: Getty Images/G. Copley
তামিম ইকবাল (বাংলাদেশ)
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে একাধিক দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ৷ সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লড়াই করে হেরেছে দলটি৷ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় কিছু করার প্রত্যাশায় থাকা দলটির এক বড় শক্তি অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল৷ পাকিস্তান সুপার লিগে তাঁর সাম্প্রতিক পারফর্মেন্স বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে৷