1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৫ এপ্রিল ২০১৩

সোমবার ব্রাসেলস-এ ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা আলোচনায় বসেছেন ইইউ বাণিজ্য কমিশনার ও অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে৷ আলোচনা ইতিবাচক পথেই এগিয়ে চলেছে৷

ছবি: AP

ভারত এবং ২৭টি ইউরোপীয় দেশের ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে গত ছয় বছর ধরে ১৬ দফা বৈঠক হয়েছে, কিন্তু ঐকমত্যে আসা সম্ভব হয়নি৷ বলা হচ্ছে, এই বছরের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত করতে হবে, নইলে তা বাতিল হয়ে যাবে৷ তাই ইইউ সদর দপ্তর ব্রাসেলস-এ শীর্ষ কর্তাদের সঙ্গে এফটিএ নিয়ে শেষ পর্যায়ের আলোচনায় বসেছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা৷ জানা গেছে, আলোচনা ইতিবাচক পথেই এগিয়ে চলেছে৷

ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তিতে ভারতের কতটা লাভ বা ক্ষতি হবে, তা নিয়ে ভারতের শিল্প ও বাণিজ্য মহলে শুরু হয়েছে বিতর্ক৷ চুক্তির গুরুত্বপূর্ণ দিক মূলত তিনটি৷ এক, তৈরি মোটর গাড়ি সরাসরি ভারতের বাজারে বিক্রি করতে চায় ইইউ দেশগুলি, তার জন্য আমদানি শুল্ক ৫০ শতাংশ কম করার দাবি৷ দুই, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধসীমা বর্তমানের ২৬ শতাংশ থেকে বাড়িয়ে করতে হবে ৪৯ শতাংশ৷ তিন, মেধাস্বত্ত্ব সুরক্ষার গ্যারান্টি দিতে হবে৷

ভারতের শিল্প ও বাণিজ্য মহলের মতে সামগ্রিকভাবে এই চুক্তি ভারতের বাণিজ্যিক স্বার্থের অনুকূল হবে না৷ এক নম্বর আপত্তি, বিদেশের তৈরি মোটরগাড়ির ওপর ৫০ শতাংশ আমদানি কম করলে অভ্যন্তরীণ গাড়ি বাজার মার খাবে দারুণভাবে৷ ভারতে যৌথ সহযোগিতা হ্রাস পাবে৷ কর্ম সংস্থানের পরিসর হবে সংকুচিত৷ দুই, মার খাবে ভারতের ডেয়ারি শিল্প৷ ইউরোপে ভরতুকি দেয়ার ফলে অপেক্ষাকৃত কম দামে ইউরোপের ডেয়ারি সামগ্রীতে ভরে যাবে ভারতের বাজার৷ তিন, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিযোগের ঊর্ধসীমা ৪৯ শতাংশ করলে দেশীয় বিমা কোম্পানিগুলি পড়বে তীব্র প্রতিযোগিতার মুখে৷ ইইউ-এর দাবি, মেধাস্বত্ত্ব আরো কড়া করলে বা পেটেন্ট নিয়মবিধি সংশোধন করলে দেশীয় জিনারিক ওষুধপত্রের খুচরো দাম অনেক বেড়ে যাবে৷ উল্লেখ্য, নোভার্টিসের ক্যান্সারের ওষুধ গিলভেকের পেটেন্ট স্বত্ত্ব সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে জার্মানির বেয়ার কোম্পানির ক্যান্সার ওষুধ নেক্সাভার-এর জিনারিক কপি তৈরির অনুমতি দিয়েছে দেশের ন্যাটকো ফার্মাকে সংস্থাকে৷

এফটিএ হলে ভারতের সবটাই লোকসান, একথা মনে করেন না বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাসনবিশ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, লাভের দিকটা হলো, ইউরোপে পরিষেবা ক্ষেত্রে ভারতের উপস্থিতি বাড়বে অনেকগুণ বেশি৷ এক লাফে বাড়বে ভারতের জিডিপির ৪৩ শতাংশ৷ সামগ্রিকভাবে ভারতের লাভ বই লোকসান হবে না৷ জার্মানি মনে করে স্বার্থ রক্ষিত হবে দু'পক্ষেরই সমান সমান৷ উল্লেখ্য, ২০১১ সালে ভারত-ইইউ বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৯০ বিলিয়ন ইউরো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ