1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-ইউ শীর্ষ বৈঠকে উদার বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছেন সিং

১০ ডিসেম্বর ২০১০

ব্রাসেলসে এখন চলছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক৷ সেখানে উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ অনেক বিষয়ের সঙ্গে একটি উদার বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর নিয়েও আলোচনা হচ্ছে বৈঠকে৷

Manmohan Singh
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AP

গত চার বছর ধরে দুপক্ষই এফটিএ স্বাক্ষরের জন্য আলোচনা করে যাচ্ছে৷ এখন সেটা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো৷ আগামী কয়েক মাসের মধ্যেই এটা স্বাক্ষরিত হবে বলে আশা দুজনেরই৷ সম্মেলনে এই চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা হচ্ছে৷ ভারতের আশা, এফটিএ হলে আগামী পাঁচ বছরের মধ্যে ইইউ'র সঙ্গে বাণিজ্যের পরিমাণ বার্ষিক ১০০ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে৷ যেটা বর্তমানের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি৷

অন্যান্য আলোচ্য বিষয়

আলোচনার অন্য বিষয়ের মধ্যে রয়েছে সন্ত্রাস, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ, আফগানিস্তান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কৌশলগত ইস্যু৷ ইইউ চাইছে বৈশ্বিক আর্থিক মন্দা থেকে মুক্তি বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে৷ এছাড়া ইউরোজোনের সমস্যা যদি আরও বাড়তে থাকে তাহলে বিশ্বব্যাপী এর যে প্রভাব পড়তে পারে সে বিষয়ে ভারতের উদ্বেগ প্রশমনেরও চেষ্টা করা হবে এই বৈঠকে৷

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে অন্যান্য নেতাদের সঙ্গে সিংছবি: AP


বিক্ষোভ

বিক্ষোভ করেছেন ডক্টরস উইদআউট বর্ডাস বা এমএসএফ-এর কর্মীরা৷ তাদের দাবি ভারতের সঙ্গে ইইউ'র এফটিএ চুক্তি হলেও ভারত যেন স্বল্প মূল্যে এইডস-এর ওষুধ সরবরাহ করতে পারে৷ কারণ এমএসএফ বলছে, ভারত হলো উন্নয়নশীল দেশগুলোর ফার্মেসি৷ মানে উন্নয়নশীল বিশ্বের মানুষ কম দামে ভারত থেকে ওষুধ কিনতে পারে৷ যেমন এমএসএফ সংগঠনটি তাদের মোট ওষুধের প্রায় ৮০ ভাগই কেনে ভারত থেকে৷ এবং এই ওষুধ দিয়ে বিশ্বব্যাপী দেড় লক্ষেরও বেশি রোগীর চিকিৎসা করা হচ্ছে৷ কিন্তু এফটিএ হলে ভারত আর কম দামে ওষুধ দিতে পারবেনা বলে আশঙ্কা করছে এমএসএফ৷


জার্মানি সফর

মনমোহন সিং আগামীকাল জার্মানি আসছেন৷ সফরে তিনি বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে৷ আলোচনার বিষয় হবে সন্ত্রাস, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎশক্তি ও শিক্ষা৷ এছাড়া ভারতের কাছে কিছু প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিও উদ্দেশ্য থাকবে জার্মানির৷ জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফের সঙ্গেও বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ