1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফেরি সার্ভিস

১৪ জুন ২০১১

দীর্ঘ ৩০ বছর পর আবারো ফেরি চলাচল শুরু হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে৷ তামিলদের নিয়ে দু’দেশের মধ্যে বিবাদ সত্ত্বেও, সোমবার রাতে পাড়ি দিলো ফেরি৷ ১৯৮০-র দশকের পর এই প্রথম, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চালু হলো এই সার্ভিস৷

ছবি: Simon Collins

ভারতের দক্ষিণাঞ্চলীয় বন্দর টুটিকোরিন থেকে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে প্রথম ফেরিটি ছেড়ে যায় সোমবারে রাতে৷ ‘স্কটিয়া প্রিন্স' নামের ঐ ফেরিটে সহস্রাধিক যাত্রী বহন করতে সক্ষম৷ ফেরিটেতে একটি বার, একটি রেস্তোরাঁ এবং একটি ক্যাসিনো রয়েছে৷ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলাকালীন, ঐ দুই দেশের মধ্যে চলাচলকারী ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়৷ ঐ গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে৷

সোমবার রাতের প্রথম ফেরিটিতে গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়৷ জানা যায়, প্রতি সপ্তাহে দুই দিক থেকেই অন্তত দুটি করে ফেরি চলবে৷ তবে নতুন করে শুরু হওয়া টুটিকোরিন এবং কলোম্বোর মধ্যে চলাচলকারী ফেরির এই রুটটি নতুন৷ ৩০ বছর আগে ভারতে, মন্দিরের নগরী হিসেবে খ্যাত রমেশ্বরাম এবং শ্রীলঙ্কার উত্তরাঞ্চল মান্নারের মধ্যে ফেরি চলাচল করতো৷ তবে অঞ্চলটি যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, এই মুহূর্তে সেখানে ফেরি চলাচল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ