1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ও আফগানিস্তানের মধ্যে চারটি চুক্তি সই

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১২ নভেম্বর ২০১২

সোমবার নতুন দিল্লিতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মধ্যে বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল দু’দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা৷

ছবি: Reuters

ভারত সফরে এসে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মধ্যে প্রথমে এককভাবে, পরে প্রতিনিধি স্তরে আলোচনা হয়৷ আফগান প্রেসিডেন্টের ভারত সফরের মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানে ভারতের বিনিয়োগ টানা এবং দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরো গভীর করা৷ সই হয় চারটি চুক্তি৷ কয়লাসহ খনিজ সম্পদ আহরণ, ছোট ব্যবসায়িক প্রকল্প, যুব বিষয়ক এবং সার৷

আফগানিস্তান থেকে ধাপে ধাপে যৌথসেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্ত ভিতে দাঁড় করাতে ভারতের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা মজবুত করতে কারজাই যে বদ্ধপরিকর, সেই বার্তাই দিয়ে গেলেন তিনি৷

আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ড. সিং সমৃদ্ধ, স্থিতিশীল ও শক্তিশালী আফগানিস্তান গড়ে তোলার প্রতি ভারতের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গত বছর স্বাক্ষরিত দুদেশের কৌশলগত সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়৷ আলোচনা হয় আফগানিস্তানের আশপাশ অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে৷

ভারত বিশ্বাস করে, আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকলে পার্শ্ববর্তী এলাকা থেকে সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে আফগানিস্তান৷ অর্থনৈতিক সহযোগিতার অঙ্গ হিসেবে আফগানিস্তানে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কৃষি ও ছোট ব্যবসা, মাইনিং ও অবকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের ওপর জোর দেয়া হয়, যা হবে উভয় দেশের জনগণের উন্নতির সোপান৷

উত্তরে আফগান প্রেসিডেন্ট কারজাই আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে ভারত যেভাবে নিরন্তর সাহায্য দিয়ে এসেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ভারতে এসেছি ভারতীয় বাণিজ্য মহলকে বোঝাতে, যাতে তাঁরা যেন আফগানিস্তানে আরো বেশি বিনিয়োগ করেন৷ আফগানিস্তানে বিনিয়োগ পরিবেশ আগের চেয়ে অনেক ভালো৷ তাই বন্ধু দেশ বিশেষ করে ভারতের বিনিয়োগে আগ্রহী৷

উল্লেখ্য, আফগানিস্তানের পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে ভারত এখন পর্যন্ত ২০০ কোটি মার্কিন ডলার সাহায্য দিয়েছে৷ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত আকরিক লোহা, পেট্রোলিয়াম ও গ্যাস৷ চুক্তি সই হলে আকরিক লোহা আহরণে ভারত এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে৷ এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কারজাই বলেন, পাকিস্তানের ভূখণ্ড দিয়ে ট্রানজিট সুবিধা দিতে আফগান-পাকিস্তান বৈঠকে ভারতকে সামিল করা দরকার এবং সেই সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ