1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তানের ‘শান্তি সংগীত'

১৫ আগস্ট ২০১৭

ভারত ও পাকিস্তানের একদল তরুণ শিল্পী, যাঁরা নিজেদের ‘ভয়েস অফ রাম' বলে থাকেন, তাঁরা দুই দেশের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একত্রে দু'টি দেশের জাতীয় সংগীত পরিবেশন করেছেন৷ ভিডিওটি ‘ভাইরাল' হয়ে গেছে ইতিমধ্যেই৷

Indien Pakistan Grenze Grenzübergang Wagah Punjab Fahnenzeremonie
প্রতীকী ছবিছবি: BEHROUZ MEHRI/AFP/Getty Images

১৩ জন শিল্পীর সকলেই তরুণ – বা তরুণী; এঁদের মধ্যে চারজন  পাকিস্তানের, বাকিরা ভারতের নাগরিক৷ এঁরা একটি ফেসবুক গোষ্ঠী৷ পর পর দু'টি জাতীয় সংগীত ‘পাক সার জমিন সাদ বাদ' ও ‘জনগণমন অধিনায়ক জয় হে' ছত্র অনুযায়ী গেয়েছেন একক – বা কখনো সখনো যুগ্ম শিল্পীরা বিভিন্ন লোকেশানে, যার মধ্যে রেকর্ডিং স্টুডিও থেকে শুরু করে পাহাড় কিংবা সমুদ্রসৈকত, সব কিছুই পড়ে৷ সকলেরই সুন্দর গলা, তারুণ্য ও আদর্শে ভরা মুখ-চোখ৷

উভয় দেশের মধ্যে যে তিক্ততা ও বৈরিতা  বিরাজ করছে, তার পরিপ্রেক্ষিতে এই শান্তি সংগীত এক সাহসী, শুধু সাহসী কেন, হয়ত দুঃসাহসী প্রচেষ্টা৷ ভিডিওটির প্রধান চলচ্চিত্রকার রাম সুব্রামানিয়াম হয়ত সেই কারণেই বলেছেন, বহু মানুষ শান্তির পক্ষে গলা তুলতে ভয় পান; তাঁদের ভীতি দূর করাই এই ভিডিওর উদ্দেশ্য৷

দু'দেশেই এমন মানুষ আছেন, যাদের কাছে এ ধরনের শান্তির আহ্বান প্রায় দেশদ্রোহিতার তুল্য বলে গণ্য হবে৷ স্বভাবতই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু হয়ে গেছে৷ এক্ষেত্রে যে ভয়েস অফ রাম-এর প্রযোজক বা শিল্পীরা আর্ট, অর্থাৎ শিল্পের দোহাই তুলে রেহাই পাবেন, এমন নয়৷ ভিডিওর গোড়াতেই একটি মেসেজে বলা হয়েছে: ‘আমরা যখন শিল্পকলার জন্য সীমান্ত খুলে দিই, তখনই শান্তি আসে৷' ভিডিওর শেষের বাণীটি কিন্তু হলো: ‘চলুন আমরা শান্তির জন্য একসঙ্গে দাঁড়াই৷' এক্ষেত্রে মুশকিল এই যে, এই ভিডিওর মর্ম ও তার অর্থ বা তাৎপর্য প্রধানত রাজনৈতিক, সংগীত তার শুধু বাহন মাত্র৷ সীমান্ত খুলে দেবার আহ্বান তো আর শুধু শিল্পকলার জন্য হতে পারে না৷

সব সত্ত্বেও এই ভিডিও দু'দেশের তরুণ প্রজন্মকে আবার বিশ্বের দৃষ্টিতে ফিরিয়ে এনেছে৷ কাশ্মীর সংঘাত বা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেকে এর মানবিক দূরত্ব চোখে পড়ার মতো; হৃদয়গ্রাহী এদের সরলতা ও শান্তির সজল আশা৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ