1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ভ্রমণভারত

ভারত ও বাংলাদেশ নদী-বিহার, লাগবে অন্তত ১০ লাখ টাকা

৫ জানুয়ারি ২০২৩

শুরু হবে বারাণসী থেকে। তারপর পাটনা, কলকাতা হয়ে ঢাকা। বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড়ে গিয়ে যাত্রা শেষ।

ছবি: Al-emrun Garjon/AP/picture alliance

আনুষ্ঠানিক নাম গঙ্গা বিলাস। বিলাসবহুল জলযানে নদী-বিহারের ব্যবস্থা। ভারত ও বাংলাদেশের ২৭টি নদী দিয়ে যাবে ওই বিলাসবহুল জলযান। পথে পড়বে বিভিন্ন ঐতিহাসিক স্থান। পড়বে সুন্দরবনও কাজিরাঙার মতো বনভূমি। এ সবই দেখতে দেখতে চলবেন জলযানে সওয়ার হওয়া মানুষ। আগামী ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই বিলাসবহুল নদী-বিহার যাত্রার। এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী-বিহার।

গঙ্গা বিলাস হলোএকটি সরকারি বেসরকারি উদ্যোগ। সফর পুরো শেষ করতে লাগবে ৫০ দিন। তবে একটানা সফর না করে কেউ তার নিজের পছন্দমতো ভাগেও সফর করতে পারবেন। তিন ভাগে সফর করা যাবে।

অত্যাধুনিক জলযান

এই জলযানে মোট ৮০ জন ভ্রমণ করতে পারবেন। ১৮টি বিলাসবহুল স্যুইট আছে। ডেক-এ প্রাকৃতিক দৃশ্য দেখার বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতিটি পরিবার বা যাত্রীর জন্য আলাদা অ্যাটেনডেন্ট থাকবে। বিভিন্ন ধরনের খাবার তৈরি করার জন্য একাধিক শেফ থাকবেন। প্রতিদিন সন্ধ্যাবেলা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কখনো আউল-বাউল, কখনো লোকগীতি, কখনো বা রাজস্থানি নাচ। কর্মকর্তাদের দাবি, এটা স্টেট অফ আর্ট প্রযুক্তির জলযান।

স্পা, জিম, ম্যাসাজ রুম থেকে শুরু করে অনেক সুযোগসুবিধা থাকবে এই প্রমোদতরীতে। প্রাকৃতিক দৃশ্য দেখার ফাঁকে ফাঁকে বই পড়ার সুযোগ থাকবে। থাকবে কনফারেন্স রুমও।

যাত্রাপথ

গঙ্গা বিলাসের যাত্রা শুরু হবে বারাণসী থেকে। সেখানে গঙ্গা আরতি দেখার পর চলতে শুরু করবে প্রমোদতরী। গাজিপুর, রামনগর, বক্সার হয়ে অষ্টম দিনে পৌঁছবে পাটনায়। ফারাক্কা ও মুর্শিদাবাদ হয়ে সুন্দরবন ঘুরে ২০ তম দিনে পৌঁছবে কলকাতা। তার পরের দিনই তা বাংলাদেশের দিকে যাত্রা শুরু করবে।

বাংলাদেশে এক হাজার একশ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে এই প্রমোদতরী। সোনারগাঁও যাবে, ষাট গম্বুজ মসজিদ দেখানো হবে। ঢাকা ও টাঙ্গাইল ছাড়াও প্রমোদতরী যাবে বাগেরহাট, হাড়বাড়িয়া, কটকা, মরেলগঞ্জ, বরিশাল, মেঘনাঘাট,  সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ, চিলমারি ও রংপুরে।

এরপর ধুবরি, গুয়াহাটি, তেজপুর হয়ে ডিব্রুগড়। সেখানেই যাত্রা শেষ।

কত লাগবে?

সূত্র জানাচ্ছে, ১২ হাজার ২৮০ ডলার থেকে প্যাকেজ শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় ১০ লাখ ১৫ হাজার ৩১০ টাকা। স্যুইট নিলে তার জন্য অনেক বেশি অর্থ লাগবে। দুজন মিলে থাকলে জনপ্রতি ৩২ হাজার  ১৮০ ডলার। টাকার হিসাবে ২৬ লাখ ৬০ হাজার ৬৪২ টাকার মতো।  আর একা  একটি স্যুইটে থাকসে ৫৪ হাজার ৬৫৫ ডলার বা ৪৫ লাখ ১৮ লাখ ৮৭৫ টাকা দিতে হবে।  স্যুইটে যারা থাকবেন, তাদের জন্য বিশেষ খাবরের ব্যবস্থা থাকবে।

জিএইচ/এসজি(পিটিআই, গঙ্গা বিলাস ওয়েবসাইট)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ