1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ-ভারত

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লী২৪ ডিসেম্বর ২০১২

সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ আলোচনায় আসে প্রতিরক্ষা বাণিজ্য, বেসামরিক পরমাণু সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান ইস্যু৷

Russia's President Vladimir Putin (L) shakes hands with India's Prime Minister Manmohan Singh after a press statement following signing ceremony in New Delhi December 24, 2012. REUTERS/Grigory Dukor (INDIA - Tags: POLITICS)
ছবি: Reuters

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও পুটিনের বৈঠকে প্রাধান্য পায় প্রতিরক্ষা বাণিজ্য৷ আগামী দশ বছরে দশ হাজার কোটি মার্কিন ডলারের সমর উপকরণ কেনার পরিকল্পনা আছে ভারতের৷ ভারত-রুশ সম্পর্কের ভিত্তিটাই হলো কার্যত প্রতিরক্ষা সহযোগিতা৷

আলোচনা শেষে সই হয় বিভিন্ন ক্ষেত্রে দশটি সমঝোতা স্মারকপত্র যার মধ্যে আছে প্রত্যক্ষ বিনিয়োগ, কারিগরী ও প্রযুক্তি সহযোগিতা, সর্বাধুনিক যুদ্ধবিমান ও তার যন্ত্রাংশ সরবরাহ তথা ভারতে লাইসেন্সের অধীনে তার উৎপাদন ইত্যাদি৷

পরিবর্তে রাশিয়া সাইবেরিয়া এবং অন্যত্র তেল ও গ্যাস উৎপাদনে ভারতের যোগদানকে স্বাগত জানাবে৷

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়৷ অনেক ক্ষেত্রেই উভয় দেশের দৃষ্টিভঙ্গী অভিন্ন৷ নিরাপত্তা পরিষদ, ব্রিকসের মতো আন্তর্জাতিক মঞ্চে দুদেশের শলাপরামর্শ প্রক্রিয়া হয়েছে গভীরতর৷

আফগানিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আফগানিস্তান কাম্য - যা থাকবে সন্ত্রাস এবং বাইরের হস্তক্ষেপ মুক্ত৷

রুশ প্রেসিডেন্ট বলেন, তাঁদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে৷ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটছে রাজনৈতিক সংলাপ, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে৷

এমন কয়েকটি ইস্যু ছিল যা নিয়ে ভারত-রুশ সম্পর্ক সম্প্রতি টান ধরেছিল৷ যেমন তামিলনাড়ুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মতো বেসামরিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তা সংক্রান্ত দায়বদ্ধতা আইন৷ এতে সরবরাহকারী দেশকে পরমাণু দুর্ঘটনাজনিত দায় বহন করতে হবে৷

উল্লেখ্য, রুশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর চলছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ