1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-চীন সম্পর্ক

৪ সেপ্টেম্বর ২০১২

সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানোর অঙ্গ হিসেবে ভারত ও চীন আবার সামরিক মহড়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার নতুন দিল্লিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে প্রতিনিধি স্তরে আলোচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়৷

ছবি: Getty Images

পাঁচদিনের সফরে ভারতে এসে চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির মধ্যে প্রতিনিধি স্তরে আলোচনায় স্থির হয় দুদেশের মধ্যে ফের সামরিক মহড়া শুরু হবে, যা বন্ধ হয়ে গিয়েছিল ২০১০ সালে নর্দান কমান্ডের প্রধান জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট জেনারেল যশওয়াল এবং অরুণাচল প্রদেশের বিমানবাহিনীর অফিসারকে ভিসা দিতে চীন অস্বীকার করার ঘটনায়৷

২০১০ সালে ভারত সফরে এসেছিলেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওছবি: Getty Images

বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, আগামী বছর চীনে এবং তার পরের বছর ভারতে এই যৌথ মহড়া হবে৷ অ্যান্টনি চীন সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ আগামী বছর যাবেন৷ চীনের প্রতিরক্ষামন্ত্রী গুয়াংলি পারস্পরিক অনেক ইস্যুতে ঐকমত্য হবার কথা বলেন৷ ভারত সীমান্তের কাছে চীনের সামরিক অবকাঠামো নির্মাণে ভারতে উদ্বেগ প্রসঙ্গে তিনি সেই আশঙ্কা নিরসন করে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করার ওপর জোর দেন৷

স্ট্র্যাটিজিক বিশ্লেষক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর দক্ষিণ পূর্ব এশিয়া সফরকে সামরিক কূটনীতি আখ্যা দিয়ে বলেন, ইদানিং চীন ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে৷ আসিয়ান সম্মেলনে চীন কার্যত একঘরে৷ ফিলিপিনস, ভিয়েতনাম, জাপানের সঙ্গে ভূখণ্ড নিয়ে চলছে আঞ্চলিক বিবাদ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর জাপান ও ভারতকে নিয়ে একটা আঁতাত গড়ে তুলতে সক্রিয় অ্যামেরিকা৷ তাতে চিন্তিত চীন৷ পাশাপাশি ভারতের চীন নীতি ক্রমশই কড়া করছে৷ তাতে এই মুহূর্তে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে সুবিধা হবেনা৷

এক কথায়, সামরিক কূটনীতি কাজে লাগিয়ে শুভেচ্ছা বিনিময়ের পরিসর বাড়াতে চাইছে চীন৷ বিতর্কিত আঞ্চলিক ভূখণ্ডের দাবিতে কোনরকম ছাড় না দিয়ে প্রতিবেশী দেশগুলির সন্দেহ, অবিশ্বাস দূর করে ভুল বোঝাবুঝির জায়গাটা কীভাবে ন্যূনতম করা যায়, সেটাই চীনের মূল লক্ষ্য৷ এর প্রেক্ষিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কোন চীনা সৈন্য নেই বলে গুয়াংলির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, যেটা নিয়ে ভারত ঘোর সন্দেহ পোষণ করে৷

মঙ্গলবার অপরাহ্ণে চীনের প্রতিরক্ষামন্ত্রী মিলিত হন ভারতের চিফ অফ স্টাফ এন এ কে ব্রাউনির সঙ্গে৷ পরে তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ