হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে দেশব্যাপী বিফ ব্যান-এর কথা বিবেচনা করতে বলেছেন৷ বিভিন্ন রাজ্যে আপাতত বিফ ব্যান সংক্রান্ত শত শত মামলার শুনানি চলেছে৷
বিজ্ঞাপন
পরিপূর্ণ বিফ ব্যান বলতে বোঝাবে শুধু গোমাংস ভক্ষণ নিষেধ নয়, সেই সঙ্গে গরুর মাংসের আমদানি-রপ্তানি ও কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা৷ আদালত কেন্দ্রীয় সরকারকে বিষয়টি বিবেচনার জন্য তিন মাস সময় দিয়েছে৷ ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট আপাতত বিফ ব্যান সংক্রান্ত শত শত মামলার শুনানি নিয়ে ব্যস্ত৷
একদিকে আদালত বিফ ব্যান সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত, অপরদিকে হাজার হাজার মামলা শুনানি পড়ে রয়েছে – এই পরিস্থিতির সমালোচনা করেছেন অনেকে৷ পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০১৪ সালের জুন মাস পর্যন্ত ভারতের ২৪টি উচ্চ আদালতে অমীমাংসিত মামলার সংখ্যা ছিল প্রায় ৪৫ লাখ, অর্থাৎ হাইকোর্ট প্রতি দু'লাখ মামলা ‘পেন্ডিং'! সবচেয়ে খারাপ অবস্থা উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ হাইকোর্টের: সেখানে পেন্ডিং মামলার সংখ্যা সত্তর লাখ৷ বলতে কি, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও মামলা বকেয়া পড়ে আছে৷
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন দূত ডেভিড স্যাপারস্টাইন বলেছেন যে, যুক্তরাষ্ট্র সারা ভারতে ‘‘সহিষ্ণুতা ও ভদ্রতার'' আদর্শ বাস্তবে রূপায়িত করার জন্য মোদী সরকারকে উৎসাহ দেবে৷ দাদরি হত্যাকাণ্ড যাবৎ অনেকদিন নিশ্চুপ থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘটনাটিকে ‘‘দুর্ভাগ্যপূর্ণ'' বলে অভিহিত করেছেন – যা সমাজসেবী ও আন্দোলনকারীদের নিরাশ করেছে, কেননা তারা আরো কড়া এবং জোরালো মন্তব্য প্রত্যাশা করেছিলেন৷
যুক্তরাষ্ট্রের ২০১৪ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট অনুযায়ী গতবছর ভারতে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত খুন, গ্রেপ্তারি, দাঙ্গা, জোর করে ধর্মান্তর ইত্যাদি ঘটেছে৷ এছাড়া পুলিশও কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিতে পারেনি৷ উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মে অবধি ভারতে ইউপিএ সরকার ক্ষমতাসীন ছিল এবং পরে এনডিএ সরকার ক্ষমতায় আসে৷ রিপোর্টের ব্যাপারে স্যাপারস্টাইন অবশ্য বলেছেন, ‘‘আমরা কোনো মূল্যায়ন করিনি, শুধুমাত্র তথ্য পরিবেশন করেছি৷''
ভারতের সিদ্ধান্তে সমস্যায় বাংলাদেশ
বাংলাদেশের মানুষ যেন গরুর মাংস খাওয়া ছেড়ে দেয় সেজন্য ভারত থেকে বাংলাদেশ গরু পাচার সম্পূর্ণরূপে বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷
ছবি: S. Rahman/Getty Images
সীমান্তরক্ষীদের নতুন দায়িত্ব
ভারতের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়ায় নিয়োজিত প্রায় ৩০ হাজার ভারতীয় সৈন্যকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে৷ সেটা হলো, ভারতীয় গরু যেন কোনোভাবেই বাংলাদেশে পৌঁছতে না পারে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ সদস্যদের এই নির্দেশ দেন যেন ‘বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়’৷
ছবি: Str/AFP/Getty Images
গরু পবিত্র
হিন্দুদের কাছে গরু একটি পবিত্র প্রাণী৷ তাই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করতে চায়৷ রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ আরএসএস এর পশ্চিমবঙ্গের মুখপাত্র বলেছেন, ‘‘গরু জবাই কিংবা চোরাই পথে চালান, আর হিন্দু মেয়েকে ধর্ষণ করা বা হিন্দু মন্দির ধ্বংস করা একই কথা৷’’
ছবি: Shaikh Azizur Rahman.
চার যুগের ইতিহাস
ভারত থেকে চোরাই পথে আসা গরুই এতদিন বাংলাদেশের মানুষের মাংসের প্রধান উৎস ছিল৷ গত চার দশক ধরে সেটা হয়ে আসছে৷ এর সঙ্গে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের বাণিজ্য জড়িয়ে আছে৷
ছবি: Shaikh Azizur Rahman.
দাম বেড়ে গেছে
বাংলাদেশের শীর্ষস্থানীয় গরুর মাংস রপ্তানিকারক বেঙ্গল মিট এর সৈয়দ হাসান হাবিব গত জুলাই মাসে রয়টার্সকে জানান, ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে৷ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাঁর কোম্পানির মাংস রপ্তানি প্রায় ৭৫ শতাংশ কমে গেছে৷
ছবি: picture-alliance/Asia News Network/Jofelle P. Tesorio
চাকরি হারিয়েছে প্রায় ৪,০০০
বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট শাহীন আহমেদ জানিয়েছেন, জুন পর্যন্ত চামড়া শিল্পে কর্মরত প্রায় চার হাজার কর্মীর চাকরি গেছে৷ আর ১৯০টি ট্যানারির মধ্যে ৩০টি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে৷
ছবি: Shaikh Azizur Rahman
ভারতীয় গরুর মাংস ভালো
বেঙ্গল মিট এর সৈয়দ হাসান হাবিব বলেন, তিনি এখন নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে মাংস আমদানির চিন্তা করছেন৷ কিন্তু ভারতীয় মাংস ও চামড়ার মান ভালো বলে জানান তিনি৷ উল্লেখ্য, ভারত গরুর মাংসের সবচেয়ে বড় রপ্তানিকারক৷
ছবি: AFP/Getty Images
ভারতের সিদ্ধান্ত বলবৎ থাকবে
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন মাংসের জন্য বাংলাদেশকে নতুন উৎস খুঁজে বের করতে হবে কেননা ভারত তার সিদ্ধান্তে অটল থাকবে৷
ছবি: S. Rahman/Getty Images
7 ছবি1 | 7
সারা ভারতেই গরুর মাংস নিষিদ্ধের দাবি উঠেছে৷ এ বিষয়ে আপনার মন্তব্য লিখুন নীচের ঘরে৷