1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত থেকে আরো দক্ষ শ্রমিক চায় জার্মানি

১৭ অক্টোবর ২০২৪

জার্মানির শিল্পক্ষেত্রে দক্ষ শ্রমিকের অভাব তৈরি হয়েছে। ভারত সেই জায়গা পূরণ করতে পারে বলে মনে করে জার্মানি।

জার্মান শ্রমমন্ত্রী
ভারত-জার্মান সম্পর্কছবি: Bernd von Jutrczenka/dpa/picture alliance

আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস-সহ জার্মান মন্ত্রীদের একটি দল ভারত সফরে আসছে। তার আগে জার্মান পার্লামেন্টে একগুচ্ছ প্রকল্পের কথা জানানো হলো। যার মধ্যে অন্যতম ভারত থেকে বড় সংখ্যক দক্ষ শ্রমিক জার্মান শিল্পক্ষেত্রে নিয়ে যাওয়া।

শিল্প বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের বক্তব্য, দক্ষ শ্রমিকের অভাবে জার্মান অর্থনীতির উন্নতি আটকে যাচ্ছে। জার্মান শ্রমমন্ত্রী হুবারটুস হেইলের বক্তব্য, ''জার্মানিকে শিল্পক্ষেত্রে আরো বেশি গতিশীল হতে হবে। এবং তার জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক।'' তার বক্তব্য, দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের দক্ষ শ্রমিকের অভাব জার্মানিতে। কারণ, জার্মানিতে নতুন প্রজন্মের সংখ্যা কম। বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে দক্ষ শ্রমিক বিদেশ থেকে আনা ছাড়া আর কোনো উপায় নেই।

ভারতের বাজারে জার্মান গাড়ি

04:09

This browser does not support the video element.

জার্মান শ্রমমন্ত্রীর বক্তব্য, ভারতের ছবিটি ঠিক এর উল্টো। সেখানে নতুন প্রজন্মের অনুপাত বেশি। কর্মক্ষেত্রে প্রতিমাসে ১০ লাখ নতুন শ্রমিক কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু তাদের নেওয়া মতো শিল্পক্ষেত্র অপ্রতুল। ফলে ওই শ্রমিকদের জার্মানির শিল্পক্ষেত্রে ব্যবহার করলে ভারতেরও লাভ, জার্মানিরও লাভ।

এই কারণেই শ্রমিক আমদানির ক্ষেত্রে জার্মানি ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে মনে করে। এই শ্রমিকদের জার্মানিতে নিয়ে যেতে পারলে স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং নির্মাণ শিল্পে প্রভূত পরিবর্তন আসবে মনে করে জার্মান সরকার।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে শ্রমমন্ত্রীও ভারতে আসছেন। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার এবিষয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি, একটি বেকারিতে জার্মানির ঐতিহ্য নিয়ে তার কথা বলার কথা। একটি স্কুলেও যাবেন তিনি। সেখানে জার্মানিতে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন শ্রমমন্ত্রী।

২০২৪ সালের মধ্যেই ভারতের জন্য নতুন ডিজিটাল ভিসা শুরু করার কথা বলেছে বার্লিন। জার্মানিতে বসবাসকারী ভারতীয় ছাত্রদের জার্মান শিল্পক্ষেত্রে যুক্ত করার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া বলে বার্লিন জানিয়েছে। ভারতে আরো বেশি জার্মান ভাষাশিক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

ইতিমধ্যেই জার্মানির বিভিন্ন ক্ষেত্রে প্রচুর ভারতীয় দক্ষ শ্রমিক কাজ করেন। তারা জার্মান শিল্পক্ষেত্রে বিপুল উন্নতি ঘটিয়েছেন বলে মনে করেন শ্রমমন্ত্রী। এই উন্নতি আরো অনেক গুণ বাড়াতে চাইছে জার্মানি।

এসজি/জিএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ