ভারত থেকে ডিজেল আনার পাইপলাইন উদ্বোধন
১৮ মার্চ ২০২৩ভারতের নুমালিগড় থেকে শিলিগুড়ি হয়ে ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল আসবে৷
শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর বার্ষিক দুই লাখ টন করে এবং পরের তিন বছর তিন লাখ টন করে ডিজেল আমদানি করা হবে৷
পরের চার বছর পাঁচ লাখ টন করে এবং পরবর্তী বছরগুলোতে বার্ষিক ১০ লাখ টন করে জ্বালানি ভারত থেকে বাংলাদেশেআসবে বলে চুক্তিকে ধরা হয়৷
প্রকল্প বাস্তবায়নকারী মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ এ পাইপলাইনে ৪৭ লাখ লিটার বা চার হাজার ৭০০ টন তেল সব সময় সংরক্ষিত থাকবে৷
শিলিগুড়ি প্রান্ত থেকে নতুন তেল দিয়ে চাপ দিলেই পার্বতীপুর প্রান্তে পাইপের তেল বেরিয়ে ছাকনি প্রক্রিয়া শেষে ডিপোতে জমা হবে৷
পার্বতীপুরে আগে থেকেই বিপিসির ১৫ হাজার টন তেল মজুদ করার মতো ট্যাঙ্কার রয়েছে৷ নতুন করে সেখানে আরও ছয়টি ট্যাঙ্কার নির্মাণ করা হচ্ছে৷ এদের ধারণ ক্ষমতা ২৯ হাজার টন৷
২০২০ সালের মার্চে এ পাইপলাইনের কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল৷ তবে কোভিড মহামারির কারণে কাজ এক বছর পিছিয়ে যায়৷
এর আগে ২০১৭ সালের এপ্রিলে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই হয়৷ একই বছরের অক্টোবরে এনআরএল বাংলাদেশে ডিজেল রপ্তানির জন্য বিপিসির সঙ্গে ১৫ বছর মেয়াদী আরেকটি চুক্তি করে৷
আনুষ্ঠানিকতার পর্যায় পেরিয়ে এরপর২০১৮ সালের ১৮ সেপ্টেম্বরভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইনের কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী৷
আরআর/আরকেসি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)