1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত থেকে বাংলাদেশে এসেছে ১৩শ’ রোহিঙ্গা

১৭ জানুয়ারি ২০১৯

চলতি বছরের প্রথম ১৫ দিনে ভারত থেকে অন্তত ১৩০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে৷ মিয়ানমারে জোর করে পাঠানো হতে পারে– এমন আশংকায় তাঁরা বাংলাদেশে চলে এসেছেন৷

Indien Rohingya-Flüchtling beobachtet Myanmars Tragödie bei WhatsApp
ভারতে কয়েকজন রোহিঙ্গা (ফাইল ছবি)ছবি: DW/Ashish Malhotra

গত দুই সপ্তাহ ধরে রাখাইনে আবারও উত্তেজনা বিরাজ করছে৷ এর মধ্যে রোহিঙ্গাদের জোর করে সেখানে পাঠাচ্ছে ভারত, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে৷ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রোহিঙ্গাদের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে নয়া দিল্লি৷ 

তবে ভারত জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি৷ ২০১৮ সালে ভারতের বিভিন্ন স্থান থেকে ২৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়৷ সেদেশের কট্টরপন্থি হিন্দুরা বরাবরই রোহিঙ্গাদের সেদেশ থেকে বের করে দেয়ার দাবি জানিয়ে আসছে৷

এসব বিষয়ই ভারতে থাকা রোহিঙ্গাদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আর সে কারণেই তাঁরা বাংলাদেশে চলে যাচ্ছে৷ বাংলাদেশে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে৷

বাংলাদেশের ইন্টার সেক্টর কো-অরডিনেশন গ্রুপ আইএসসিজি-র মুখপাত্র নয়না বোস সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘৩ জানুয়ারি থেকে ভারত থেকে রোহিঙ্গাদের আসা শুরু হয়েছে৷ প্রায় তিনশ' পরিবারের অন্তত ১৩শ' মানুষ বুধবার পর্যন্ত এসেছে৷’’

এই ১৩শ' জনকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে রাখা হয়েছে৷ ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফিরাস আল খতিব জানিয়েছেন, ‘‘তাদের সংস্থা এ ব্যাপারে খোঁজখবর রাখছে৷’’ অন্তত ৪০ হাজার রোহিঙ্গা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে জানিয়েছে সেদেশের পুলিশ৷

গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে সৌদি আরব৷ বাংলাদেশের অবৈধ পাসপোর্ট ব্যবহার করে তারা ঐ দেশে গিয়েছিল বলে গ্রেপ্তার করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷

এপিবি/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ