1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত থেকে সক্রিয় রাজনীতিতে বিএনপির সালাহউদ্দিন

৫ জুন ২০২৩

২০১৫ সাল থেকে ভারতে অবস্থান করলেও রাজনীতিতে সক্রিয় আছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷ বর্তমানে দেশে ফেরার চেষ্টা করছেন তিনি৷

২০১৫ সালে আইনশৃঙ্খলা বাহিনী দুইমাস আটকে রাখার পর তাকে ভারতে রেখে এসেছিল বলে ডয়চে ভেলের কাছে দাবি করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ৷ বর্তমানে দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি৷
ভারতের মেঘালয় রাজ্যের শিলং অবস্থান করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদছবি: DW

২০১৫ সাল থেকে ভারতে অবস্থান করলেও রাজনীতিতে সক্রিয় আছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷ বর্তমানে দেশে ফেরার চেষ্টা করছেন তিনি৷

গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে ২০১৫ সালের ১১মে পাওয়া গিয়েছিল আলোচিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে৷ তার দুই মাস আগে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকায় হঠাৎ নিখোঁজ হন তিনি৷ সেসময়কার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী ব্যক্তিরা আমাকে চোখ বেঁধে এবং হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে যায়৷ তারপর প্রায় ৬১ দিনের মতো একটা গোপন জায়গায় আমাকে আটক করে রাখে৷''

সাক্ষাৎকার: সালাহউদ্দিন আহমেদ

09:31

This browser does not support the video element.

‘‘এরপর ২০১৫ সালের ১০ মে তারা দুপুরের দিকে চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় একটি গাড়িতে করে আমাকে নিয়ে রওয়ানা দেয়,'' যোগ করেন আহমেদ৷ তিনি দাবি করেন যে, আইনশৃঙ্খলা বাহিনী তাকে শিলংয়ে রেখে এসেছিল৷

২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ৷ সম্প্রতি সেখানকার একটি আদালত সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস করে দিয়েছে এবং তাকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, ‘‘ভারতে বাংলাদেশ দূতাবাসের গুয়াহাটিতে একটা সহকারী হাইকমিশন আছে৷ আমি সেখানে ৮ মে আনুষ্ঠানিকভাবে আমার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস পেতে আবেদন করেছি৷ কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম সাড়া পাইনি৷''

বর্তমানে শিলং অবস্থান করা এই রাজনীতিবিদ জানান, ভারতে নিজের খরচেই চলছেন তিনি৷ এবং তার পরিবারের সদস্যরা মাঝেমাঝে সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন৷

যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশে ফিরে আসতে আগ্রহের কথা জানিয়ে আহমেদ বলেন, ‘‘যদি তারা (বাংলাদেশি কর্তৃপক্ষ) আমাকে ট্রাভেল পাস ইস্যু না করে, সেক্ষেত্রে কিছু করা যায় কিনা দেখা যাবে৷''

ভারতে অবস্থান করলেও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন সালাহউদ্দিন আহমেদ৷ দলটির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন বলেও জানিয়েছেন৷ দেশে ফিরেও রাজনীতি অব্যাহত রাখার কথাও বলেছেন কক্সবাজার ১ আসনের সাবেক এই সংসদ সদস্য৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ