1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে বিশেষ সেনা আইন প্রত্যাহারের দাবি

২৭ অক্টোবর ২০১১

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিছু এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ আইন প্রত্যাহার নিয়ে সেনা ও রাজ্যের ওমর আবদুল্লা সরকারের মধ্যে টানাপোড়েন তুঙ্গে৷ শরিক দল কংগ্রেস এই বিতর্কে নিজেকে জড়াতে চাইছে না৷

Jammu and Kashmir state Chief Minister Omar Abdullah looks on during Independence Day celebrations in Srinagar, India, Sunday, Aug. 15, 2010. (AP Photo/Mukhtar Khan)
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাছবি: AP

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যের কিছু কিছু এলাকা থেকে বিতর্কিত সেনাবাহিনীর বিশেষ আইন তুলে নেবার জন্য কেন্দ্রের মনমোহন সিং সরকারের ওপর চাপ দিয়ে আসছে৷ জানা গেছে সেনা কর্তৃপক্ষ তাতে রাজি নয়৷ সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং-এর মন্তব্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচ্য৷ সেনা কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানিয়েছে স্বরাষ্ট্র বিভাগকে৷ এর বেশি কিছু বলতে চাইনা, জানান তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ নতুনদিল্লিতে স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন৷

রাজ্যে শাসক দল ন্যাশনাল কনফারেন্সের শরিক দল কংগ্রেস এই বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছে৷ জম্মু-কাশ্মীরে কংগ্রেস সভাপতি সঈফুদ্দিন সোজ বলেছেন, ওমর আবদুল্লা এই ধরণের ঘোষণা দেবার আগে কংগ্রেসের সঙ্গে আলোচনা করেননি৷ সেনা তথা সংযুক্ত কমান্ডের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলা হয়নি৷ এমন কী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আগেই এই ধরণের ঘোষণা দেয়াটা ভুল হয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার৷ রাজ্যের ভূমিগত বাস্তবতা অনুকূল নয়৷ সন্ত্রাস এখনো চলছে৷ সেটা নির্মূল করার পরই কেবল তা তুলে নেবার কথা বলা যায়৷ নিজের ইচ্ছায় তা করা যায়না৷

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা নিয়ে বিতর্ক চলছেছবি: AP

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য, আফস্পা ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে সেনা বাহিনীর বিভিন্ন স্তরে পরামর্শ করা হয়েছে এবং হচ্ছে৷ সংযুক্ত কমান্ডের সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে৷ এই ইস্যুতে রাজ্যের সমন্বয় কমিটি যদি আলোচনা করতে চায়, তাহলে এই কমিটির প্রধান হিসেবে রাজ্য কংগ্রেস সভাপতি অধ্যাপক সঈফুদ্দিন সোজ বৈঠক ডাকতে পারেন৷ রাজ্য সরকার কী করেছে, কী করতে চায়, কেন করতে চায়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে৷ সেনাবাহিনীর বিশেষ আইন আফস্পায় সেনাকে নিরঙ্কুশ ক্ষমতা দেয়া হয়েছে৷ এই আইনে সেনা যে-কোন লোককে গ্রেপ্তার করতে পারে৷ আদালতে তা চ্যালেঞ্জ করা যাবেনা৷

অন্যদিকে ১৯৪৭-র ২৭শে অক্টোবর দিনটির স্মরণে জম্মু-কাশ্মীরে আজ হরতাল ডাকে বিচ্ছিন্নতাবাদীরা৷ পাকিস্তানের দিক থেকে উপজাতি বাহিনী হানা দিলে ঐদিন প্রথম ভারতীয় সেনা নামে কাশ্মীরে৷ তার আগে ঐ উপজাতি বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং কাশ্মীরের ভারতভুক্তি চুক্তিতে সই করেন৷ আজকের হরতালে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন৷ বন্ধ থাকে দোকানপাট, অফিস৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ