1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত, পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা আজ শুরু হচ্ছে

২৩ জুন ২০১১

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবার শান্তি আলোচনা শুরু হচ্ছে৷

পাকিস্তান সময় বেলা সাড়ে তিনটার দিকে শুরু হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের দুই দিনব্যাপী এই আলোচনা৷

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির ও ভারতের পররাষ্ট্র সচিব নিরূপমা রাও আলোচনা শুরুর কথা জানিয়েছিলেন৷

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইতে এক হামলায় ১৬৬ জন নিহত হওয়ার ঘটনার পর আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল৷ কারণ ঐ ঘটনায় পাকিস্তানি জঙ্গি জড়িত ছিল বলে ভারতের অভিযোগ৷ পাকিস্তানও স্বীকার করেছে যে, পরিকল্পনার কিছু অংশ হলেও সেই দেশে হয়েছে৷

গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক নিহত হয়ছবি: AP

শান্তি ও নিরাপত্তা এই দুটি ইস্যুই আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে৷ সঙ্গে থাকবে পরস্পরের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ৷

তবে দুই দেশের পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরাই বলছেন আলোচনায় উল্লেখযোগ্য কোনো সাফল্য আসবে বলে তারা মনে করছেন না৷ তবে বৈঠক যে শুরু হচ্ছে সেটাই বড় কথা, বলছেন তারা৷

এদিকে আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ