1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান: রাতে শান্ত ছিল নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত

১১ মে ২০২৫

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে ভারত জানায়, পাকিস্তান তা লংঘন করেছে। পরে একই অভিযোগ করে পাকিস্তান।

শনিবার রাতে শ্রীনগরে বাজারের ছবি।
শ্রীনগরসহ ভারতের সীমান্তের কাছের শহরে ব্ল্যাক আউট তুলে নেয়া হয়েছে। ছবি: SAJJAD HUSSAIN/AFP

রাত আটটার পর নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত কিছু সময়ের জন্য অশান্ত হলেও তারপর শনি ও বোববারের দিবাগত রাত শান্ত ছিল। 

ভারতে অমৃতসরসহ অন্য শহরে ব্ল্যাক আউট তুলে নেয়া হয়েছে। অমৃতসরে সতর্কতাও তুলে নেয়া হয়েছে। ফলে মানুষের বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রে আর কোনো কড়াকড়ি থাকলো না।  শ্রীনগর, লেহ, আখনুর, রাজৌরি, পুঞ্চ রাতে শান্ত ছিল। কোথাও আর নতুন করে গোলাগুলি চলেনি। 

জম্মু থেকে ডিডাব্লিউ বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, রাতে নতুন করে আর কোনো গোলাগুলির আওয়াজ পাওয়া যায়নি। পরিস্থিতি পুরোপুরি শান্ত। 

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি রূপায়ণ করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। তাদের অভিযোগ, কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি ভেঙেছে। শর্ত লংঘন করেছে। পাকিস্তানের বাহিনী সংযমের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে। 

শনিবার রাতে পাকিস্তানের শহরগুলিতেও জীবনযাত্রা স্বাভাবিক হয়। ছবি: Rafat Saeed/DW

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির রূপায়ণ নিয়ে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সেনাবাহিনীকে সংযত থাকতে হবে।

জিএইচ/এসজি(পিটিআই, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ