1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান সম্পর্ক

১৩ এপ্রিল ২০১২

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির দরগা কূটনীতিতে ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে৷ দু’দেশের ব্যবসায়ীদের জন্য ভিসার নিয়ম উদার করা, আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্ট উন্নত করা ইত্যাদি তারই ইঙ্গিত৷

ছবি: AP

ভারত ও পাকিস্তানের সম্পর্কের এখন ধাপে ধাপে এগিয়ে চলেছে৷ শুরুটা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যকে কেন্দ্র করে৷ দু'দেশের ব্যবসায়ীদের জন্য ভিসার নিয়ম আরো উদার করার উদ্দেশ্যে উভয়দেশ শীঘ্রই চুক্তি সই করতে যাচ্ছে৷ এতে ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীদের দেয়া হবে এক বছরের ‘মাল্টিপল ভিসা' এবং ১০টি শহরে তাঁরা যেতে পারবেন বিনা বাধায়৷ আগে তাঁদের একটিমাত্র শহরে বসেই কাজ সারতে হতো৷

আজ পাঞ্জাবে আটারি-ওয়াঘা সীমান্তে সম্প্রসারিত ও সুসংহত চেকপোস্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷ আগে সীমান্ত চেকপোস্টে সীমাশুল্ক নিয়ে যে বিলম্ব এবং প্রকরণগত যে অসুবিধা হতো, তা দূর করতে বিরোধ নিষ্পত্তি সংস্থা গঠন করা হচ্ছে৷ এই চেকপোস্ট দিয়ে দৈনিক ৬০০ মালবাহী ট্রাক দু'দেশে যাতায়াত করতে পারবে৷ এর আগে পর্যন্ত যেতে পারতো মাত্র ১৫০টি ট্রাক৷

আরো একটি বড় পদক্ষেপ হলো, পাকিস্তানকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দেবার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা আজ একথা ঘোষণা করেন৷ আগে কোনো পাকিস্তানি সরাসরি ভারতে বিনিয়োগ করতে পারতো না৷ স্বাভাবিকভাবেই, উভয়দেশই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ সম্প্রতি পাকিস্তান ভারতকে সবথেকে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়ায়, দু'দেশের ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা৷

কিন্তু প্রশ্ন হলো, জারদারির দরগা কূটনীতিতে সম্পর্কের যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতা বজায় থাকবে তো? ডয়চে ভেলেকে উত্তরটা দিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সব্যসাচি বসু রায়চৌধুরি৷ বললেন, থাকার সম্ভাবনা বেশি৷ আগে বরাবরই ভারত-পাক সম্পর্কে ছিল একটা টানাপোড়েন৷ এবারে একটা নতুনত্ব দেখা যাচ্ছে৷ পাকিস্তানে গণতন্ত্রের ভিত আগের তুলনায় বেশ খানিকটা মজবুত৷ এছাড়া, পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকায় সেদেশের মানুষ খুশি নয়৷ তবে পাকিস্তানের অভ্যন্তরে যে পরিবর্তন, তার প্রেক্ষিতে দু'দেশের সম্পর্কে বেশ কিছুটা আশার জায়গা আছে৷

অধ্যাপক বসু রায়চৌধুরির মতে রাজনৈতিক সমস্যা মেটাবার জন্য অপেক্ষা না করে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বন্ধ রাখা আজকের বিশ্বে বোধহয় সম্ভব নয়৷ সেটা ভারত ও পাকিস্তানের নেতারা সম্ভবত বুঝতে পেরেছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ