1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান সম্পর্কে শান্তি দেখা যাচ্ছে না

শামিল শামস, মানসী গোপালাকৃষ্ণন/জেডএইচ৩ জানুয়ারি ২০১৫

ভারতে গত মে মাসে ক্ষমতায় আসে বিজেপি৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী৷ তবে এতে ভারত ও পাকিস্তান – এ দুটি দেশের সম্পর্কে যে শিগগিরই শান্তি আসবে, সেটা মনে করছেন না বিশ্লেষকরা৷

Indien Narendra Modi trifft Nawaz Sharif in Neu-Dheli 27.05.2014
ছবি: Reuters

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে স্বাগত জানিয়েছিলেন মোদী৷ এই ঘটনায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা করেছিলেন অনেকে৷ কিন্তু পরে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দুই মাসেরও কম সময়ের মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে৷ এ বিষয়ে সাংবাদিক ও গবেষক ফারুক সুলেহরি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে কখনও আসলে সত্যিকারের শান্তি প্রক্রিয়া ছিল না৷ মাঝেমধ্যে কিছু সময়ের জন্য শুধু উত্তেজনায় বিরতি দেখা গেছে৷ ১৯৪৭ সাল থেকেই এমনটা হয়ে আসছে৷''

সন্ত্রাসী দমনে বৈষম্য

বর্তমানে পাকিস্তানকে দুই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে হচ্ছে৷ একদল পাকিস্তানের অভ্যন্তরে হামলা করছে৷ আরেকদল পাকিস্তানে থেকে ভারত ও আফগানিস্তানে হামলা করছে৷ যেমন কদিন আগে পেশাওয়ারে একটি স্কুলে হামলা চালায় তালেবান৷ ঐ হামলার পর পাকিস্তানের একটি আদালত জাকি উর রেহমান লাখভিকে ছেড়ে দেয়৷ ভারতের মুম্বইতে ২০০৮ সালে যে সন্ত্রাসী হামলা হয়েছিল ঐ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এই লাখভি৷ এছাড়া মুম্বই হামলার সঙ্গে জড়িত হাক্কানি নেটওয়ার্ক, আফগান তালেবান, লস্কর-ই-তৈয়বার জঙ্গিদের পাকিস্তান বিচার করবে বলে আশা ছিল ভারতের৷ কিন্তু সেটা হয়নি৷ তাই পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত জি. পার্থসারথী মনে করেন, পাকিস্তান যতদিন সন্ত্রাসী দমনের ক্ষেত্রে দুই গোষ্ঠীর মধ্যে বৈষম্য করা থেকে বিরত না থাকছে ততদিন দুই দেশের মধ্যে শান্তি আসবে না৷

ইসলামাবাদের সাংবাদিক আব্দুল আগা বলেন, বিবদমান বিষয়গুলোর সমাধানে দুই দেশের উচিত শান্তি আলোচনা শুরু করা৷ এছাড়া বাণিজ্য বাড়ানো এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর উপরও জোর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ ‘‘সেটা না হয়ে দ্বন্দ্বে জড়ালে শুধুমাত্র সন্ত্রাসীরাই লাভবান হবে,'' বলে মনে করেন আগা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ