1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান

৫ জুলাই ২০১২

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব স্তরের বৈঠককে গঠনমূলক বলে বর্ণনা করেন উভয় দেশের পররাষ্ট্রসচিব৷ আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস ও কাশ্মীরসহ আস্থা বর্ধক পদক্ষেপের ওপর জোর দেয়া হয়৷

ছবি: dapd

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব স্তরের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সন্ত্রাস৷ সেটাতে এক বিশেষ মাত্রা যোগ করেছে মুম্বই সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ধৃত আবু হামজার স্বীকারোক্তি৷ তাতে সে মুম্বই হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তয়বার পেছনে রাষ্ট্রীয় মদতের কথা বলেছে, এমনটাই দাবি ভারতের৷

ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এই ইস্যুতে পাকিস্তানের ওপর চাপ দিয়ে বলেন, শান্তি ও নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার পথে সবথেকে বড় বিপদ সন্ত্রাস৷ তাই মুম্বই সন্ত্রাসী কাণ্ডের নেপথ্যচক্রীদের যদি পাকিস্তান সাজা দেয়, তাহলে সেটাই হবে আস্থা বর্ধক পদক্ষেপের সবথেকে যোগ্য উদাহরণ৷ তবে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে উভয় দেশ সম্মত৷

পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি ও ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইছবি: Reuters

রাষ্ট্রীয় মদতের কথা জোর গলায় খারিজ করে পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি বলেন, এই ইস্যু নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মত বিনিময় হয়েছে৷ যেসব তথ্যপ্রমাণ ভারতের হাতে আছে, তা যদি পাকিস্তানের সঙ্গে ভাগ করা হয়, তাহলে পাকিস্তান সেবিষয়ে তদন্ত করতে পারে, এবং যৌথ তদন্তেও আপত্তি নেই৷ নিছক দোষারোপ পাল্টা, দোষারোপে কোনো ফল হবেনা৷

মাথাই স্মরণ করিয়ে দেন. এবিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ গত মে মাসে ইসলামাবাদে স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে দেয়া হয়েছিল৷ দু'দেশের আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির যে রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেই পথেই উভয় দেশ চলেছে৷

অন্য যেসব বিষয় আলোচনায় ওঠে, তারমধ্যে আছে কাশ্মীর, পাকিস্তান জেলে আটক ভারতীয় সরবজিত সিং-এর মুক্তি, দু'দেশের মৈত্রী ক্রিকেট ম্যাচ৷

পাকিস্তানের পররাষ্ট্রসচিব জিলানি আজ সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে৷ আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে বসবে ভারত-পাক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক৷ তবে তার আগে বসবে পররাষ্ট্রসচিব পর্যায়ের আরো একটি বৈঠক৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ