1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক উত্তেজনার বলি মানবিকতা?

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
১০ জুলাই ২০১৭

ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতির খেসারত কি সাধারণ মানুষকে দিতে হবে? ক্যানসারে আক্রান্ত এক পাকিস্তানি তরুণীর ভারতে আসার ভিসা মঞ্জুর না হওয়ায় উঠেছে প্রশ্ন৷ কিন্তু কেন দেওয়া হয়নি? অবস্থান স্পষ্ট করলেন সুষমা স্বরাজ৷

Indien Sushma Swaraj in Neu-Delhi
ছবি: picture-alliance/AP Photo/K. Kishore

সন্ত্রাস এবং অন্যান্য কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আজ তলানিতে৷ এরই জেরে মানবিকতাও আজ প্রশ্নের মুখে৷ পাকিস্তানে জেলবন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মা অবন্তিকা যাদব ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেছিলেন৷ পাকিস্তান যাতে সেই আবেদন মঞ্জুর করে, সেজন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজকে ব্যক্তিগতভাবে একটি চিঠিও দেন৷ কিন্তু ভিসা দেওয়া তো দূরের কথা, আজিজ তাঁর চিঠির প্রাপ্তি স্বীকারের কূটনৈতিক সৌজন্য পর্যন্ত দেখাননি৷

এ নিয়ে একের পর এক টুইটে ক্ষোভ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷

এ বছরের প্রথমদিকে চরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে ফাঁসির আদেশ দেয়৷এরপর নতুন দিল্লির বারংবার অনুরোধ সত্ত্বেও কুলভূষণকে কনসুলার সুবিধাটুকু পর্যন্ত দেওয়া হয়নি৷ ভারত বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে গেলে গত ১৮ই মে আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসি কার্যকর না করার নির্দেশ দেয়৷

পাশাপাশি গত সপ্তাহে পাকিস্তানি মিডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়, ফয়জা তনভির নামে ক্যানসার আক্রান্ত ২৫ বছরের এক পাকিস্তানি তরুণিকে চিকিৎসার জন্য ভারতে যাবার মেডিক্যাল ভিসা দিতে অস্বীকার করেছে ভারত৷ তনভিরের মা টুইট করে সুষমার কাছে মেয়ের প্রাণ বাঁচানোর আবেদন জানিয়েও নাকি কোনো সাড়া পাননি৷ এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান যে, ভারত কখনও মেডিক্যাল ভিসা দিতে আপত্তি করেনি৷ কিন্তু ইসলামাবাদ নতুন যে ভিসা নিয়ম চালু করেছে, তাতে বলা হয়েছে ভারতে যাবার ভিসার জন্য সরতাজ আজিজের সুপারিশ দরকার৷ এখানে নতুন দিল্লি কী করতে পারে? পাকিস্তান নিজেই তার নাগরিকদের দুঃখ-কষ্ট বুঝতে চায় না৷ তা না হলে মেডিক্যাল ভিসার জন্য সুপারিশ করছে না কেন পাকিস্তানি কর্তৃপক্ষ? কেন এই নতুন নিয়ম? সারতাজ আজিজের মানবিক বিবেক কেন সাড়া দিচ্ছে না? সুষমার পাল্টা প্রশ্ন৷

কিছুদিন আগের কথা৷ এক পাকিস্তানি দম্পতির আড়াই বছরের শিশু সন্তানের জটিল হার্ট অপারেশনের জন্য ঐ দম্পতি সুষমা স্বারাজের কাছে টুইটে আবেদন করেছিলেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের মেডিক্যাল ভিসা মঞ্জুর করা হয়৷

ফয়জা তনভিরের মুখের ভেতরে একটি টিউমার হয়েছে, যা ক্যানসার-আক্রান্ত৷ অবিলম্বে কেমোথেরাপি না করলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশংকা৷ পাকিস্তানের জিন্না হাসপাতালে অপারেশন করা যায়৷ কিন্তু সেখানকার ডাক্তারদের মতে, কোমোথেরাপিতে তাঁর চোখ, নাক ও কানের ক্ষতি হোতে পারে৷ অক্ষিবলয় তুলে ফেলতে হতে পারে৷ তনভিরের মা তাই তখন দিল্লির লাগোয়া গাজিয়াবাদের ইন্দ্রপ্রস্ত ডেন্টাল কলেজ ও হাসপাতাল, আইডিসিএইচ-এর সঙ্গে যোগাযোগ করেন৷ কারণ উন্নত দেশে ক্যানসার চিকিৎসার খরচ ভারতের তুলনায় বহুগুণ বেশি৷ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ২০ দিনের মেডিক্যাল ভিসা নিয়ে আসতে বলেন৷ চিকিৎসাবাবদ তনভিরের পরিবার ১০ লাখ টাকা অগ্রিম জমা দেন৷ কিন্তু ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন দু'দেশের সম্পর্কের অবনতির দোহাই দিয়ে মেডিক্যাল ভিসার আবেদন খারিজ করে দেয়৷ অন্তত এমনটাই অভিযোগ তনভিরের মা পরভিন আখতারের৷ তবে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সারতাজ আজিজ সুপারিশ করলে তা অবশ্যই বিবেচিত হবে৷ এখন দু'দেশের রাজনীতিকদের বিবেকের কাছে তনভিরের মায়ের মানবিক আবেদন মেয়ের প্রাণ বাঁচানোর৷ উভয়দেশের সাধারণ মানুষ মনে করে, এইসব ক্ষেত্রে রাজনীতিকে টেনে আনা নেহাতই অমানবিক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ