গত কয়েক দিনে বাংলাদেশের ২ হাজার ৮০০ জন নাগরিক ভারত থেকে ফিরেছেন৷ যশোরের বেনাপোল বন্দর দিয়ে কয়েক দফায় তারা দেশে প্রবেশ করেন৷ তাদের মধ্যে ৫৩৬ জনকে খুলনার কোয়ারান্টিন সেন্টারে বাখা হয়েছে৷
বিজ্ঞাপন
খুলনা জেলা প্রশাসনকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ভারত ফেরত ৫৩৬ জনের ঈদ কাটছে খুলনার ১৩টি কোয়ারান্টিন সেন্টারে৷ তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের সকালে তাদের জন্য সেমাই, পোলাও, মাংস সরবরাহ করা হয়েছে৷
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, প্রথম দফায় যারা ভারত থেকে এসেছিলেন তাদের শুক্রবার রাতে ছাড়পত্র দেবে প্রশাসন৷ এরপর ১৪ দিন পূর্ণ হলে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে৷ তবে কোয়ারান্টিনে থাকা কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানান তিনি৷
১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারান্টিন নিশ্চিত করা হচ্ছে জানিয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি ১৩ প্রতিষ্ঠানকে কোয়ারান্টিন সেন্টার বানানো হয়েছে৷ সেখানে ৫৩৬ জনকে রাখা হয়েছে৷
পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি সেন্টারে নিযুক্ত রয়েছেন ম্যাজিস্ট্রেট৷
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সকল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়৷ এ সময় চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারান্টিনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
‘রমজানের ঐ রোজার শেষে’ দেশে দেশে ঈদ
সারা বিশ্বে চলছে করোনা সংকট৷ কোথাও চলছে যুদ্ধ৷ এরই মাঝে ত্রিশ দিন সংযম পালন শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা উদযাপন করছেন ঈদুল ফিতর৷ অনেক দেশেই ঈদ উদযাপন শুরু হয়েছে বৃহস্পতিবার৷ দেখুন ছবিঘরে...
ছবি: Arif Ali/AFP/Getty Images
কুয়ালালামপুর, মালয়েশিয়া
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করছেন এক মুসল্লি৷
ছবি: Lim Huey Teng/REUTERS
করাচি, পাকিস্তান
পাকিস্তানে ঈদ পালিত হয়েছে গতকাল৷ ঈদের নামাজের পর অনেক শিশু বায়না ধরেছে বাবা-মায়ের কাছে৷ করাচিতে সন্তানের বেলুন কেনার বায়না মেটাচ্ছেন এক বাবা৷
ছবি: Arif Ali/AFP/Getty Images
করাচি, পাকিস্তান
করাচিতে ঈদের জামাতে নামাজ পড়ছেন মুসলমানেরা৷
ছবি: ASIF HASSAN/AFP/Getty Images
বালি, ইন্দোনেশিয়া
বালিতে নারীরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করছেন৷
ছবি: Firdia Lisnawati/AP Photo/picture alliance
রিয়াদ, সৌদি আরব
ঈদের নামাজ শেষে কোলাকুলি করেই শুরু হয় উৎসব উদযাপন৷ রিয়াদের কিং আব্দুলআজিজ মসজিদে নামাজ আদায়ের পর সেভাবেই ঈদের আনন্দ শুরু করলেন দুই নারী৷
ছবি: Ahmad Yosri/REUTERS
পূর্ব জাভা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতেও বৃহস্পতিবার (গতকাল) ঈদ পালিত হয়৷ পূর্ব জাভার সুরাবায়াত শহরের আল আকবর মসজিদে ঈদের জামাত৷ সবাই সেখানে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ পড়েছেন৷
ছবি: Trisnadi/AP Photo/picture alliance
জেরুসালেম
জেরুসালেমের পুরাতন অংশে আল-আকসা মসজিদের কাছের ডোম অব দ্য রক মসজিদে ঈদের জামাত৷
ছবি: Mahmoud Illean/AP Photo/picture alliance
জেরুসালেম
জেরুসালেমের পুরাতন অংশে আল-আকসা মসজিদের কাছের ডোম অব দ্য রক মসজিদের বাইরে সেল্ফি তুলছেন তিন নারী৷
ছবি: Mahmoud Illean/AP Photo/picture alliance
তেহরান, ইরান
তেহরানের পশ্চিমাঞ্চলে নারীদের ঈদের নামাজ আদায়ের দৃশ্য৷
ছবি: ATTA KENARE/AFP/Getty Images
বসরা, ইরাক
ঈদ উপলক্ষে আসা অতিথিদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী৷
ছবি: Nabil al-Jurani/AP Photo/picture alliance
মোসুল, ইরাক
ইরাকের মোসুল শহরের খুব প্রাচীন মসজিদ আল মাসফি৷ সেখানে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা৷
ছবি: Abdullah Rashid/REUTERS
কাবুল, আফগানিস্তান
তিন দিনের যুদ্ধবিরতির কারণে একটু শান্তিতে ঈদের নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানী কাবুলের মানুষ৷ তারপরও অবশ্য কঠোর নিরাপত্তার মধ্যেই আব্দুল রহমান মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা৷