1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তসলিমা নাসরিন

২৮ নভেম্বর ২০১৫

বলিউড তারকা আমির খানের পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরীন৷ তবে পাশে দাঁড়াতে গিয়ে তসলিমা বলেছেন, ‘আমিরের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷' কয়েকদিন আগেই ভারত সম্পর্কে কিন্তু অন্যরকম কথা বলেছিলেন তসলিমা!

Taslima Nasrin
ছবি: AFP/Getty Images

গত অক্টোবরেই বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন বলেছিলেন, ‘‘হিন্দু সৌদি আরব হতে চলেছে ভারত৷'' পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী হিন্দু মৌলবাদীদের দল শিবসেনার বিরোধিতার কারণে ভারতে আসতে না পারায় এমন মন্তব্য করেছিলেন তসলিমা৷

তারপর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে মনে করার মতো কিছুই ঘটেনি৷ বরং ‘ভারতে অসহিষ্ণুতা বাড়ছে' – এই কথা বলেই বিজেপিপন্থিদের তোপের মুখে পড়েছেন শাহরুখ খান৷ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের মৌলবাদী রাজনীতিবিদ ‘বলিউডের কিং খান'-কে ‘পাকিস্তানপন্থি'র অপবাদ দিয়ে তাঁকে পাকিস্তানে চলে যেতে বলার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন৷

এবার আমির খানও পড়েছেন মৌলবাদীদের রোষানলে৷ তাঁর অপরাধ, তিনি শাহরুখের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, ভারতে সত্যিই অসহিষ্ণুতা বেড়েছে এবং এ কারণে তাঁর স্ত্রী কিরণ রাও আজকাল বিদেশে পাড়ি জমানোর কথাও বলছেন৷ বিজেপি এবং বিজেপির প্রতি সহানুভূতিশীলরা তাঁর ওপরও মহাখাপ্পা৷ শুরু হয়ে গেছে আমিরকে দেশদ্রোহী প্রমাণের চেষ্টা৷ এমন সময়েই বলিউড সুপারস্টারের পাশে দাঁড়িয়েছেন তসলিমা৷ কিন্তু আমিরকে সমর্থন জানাতে গিয়ে যে কথা বলেছেন, তাতে নিশ্চয়ই অবাক হয়েছেন অনেকে৷ এই নভেম্বরে যাঁদের তসলিমার অক্টোবরের মন্তব্য মনে আছে, তাঁদের তো অবাক হওয়াই স্বাভাবিক৷ তসলিমা এখন বলছেন, ‘‘আমির খানের মতো মানুষদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷''

তসলিমার ভাষায়, ‘‘আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷ অসহিষ্ণুতা কম-বেশি বিশ্বের সব জায়গাতেই রয়েছে৷ তবে আমিরের মতো মানুষদের জন্য ভারতই হলো সবচেয়ে নিরাপদ জায়গা৷'' কয়েকদিন আগে বললেন, ভারত হিন্দু সৌদি আরব হতে চলেছে৷ এখন বলছেন, আমির খানের মতো জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷ ব্যাপারটা কী? এই কয়েকদিনে ভারত বদলে গেল? নাকি তসলিমা নাসরিন....?

আশীষ চক্রবর্ত্তী

সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ