ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতায় যুক্ত হতে চলেছে বিচার বিভাগ৷ বাংলাদেশের বিচারপতিদের এক প্রতিনিধিদল ভারতের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বিচারপতিদের ভারতের জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের প্রস্তাব দেন৷
বিজ্ঞাপন
বাংলাদেশের সুপ্রিম কোর্টের সব থেকে প্রবীণ এবং একমাত্র হিন্দু বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচার বিভাগীয় এক প্রতিনিধিদল ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির এবং অন্য দু'জন বিচারপতির সঙ্গে বৈঠককালে বাংলাদেশের কোটা-বদ্ধ বিচার বিভাগের নিয়ম-শৃঙ্খলার গুণগত উৎকর্ষ বাড়াতে ভারতে প্রশিক্ষণলাভের সুযোগ দেবার প্রস্তাব দেন৷
ভারতে সাংস্কৃতিক অসহিষ্ণুতা বাড়ছে
বহু জাতি-ধর্ম-বর্ণের দেশ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র৷ কিন্তু মত প্রকাশের অধিকারের প্রশ্নে ইদানীং অসহিষ্ণুতার নানা দৃষ্টান্ত উঠে আসছে৷ সেই সঙ্গে অবশ্য সহিষ্ণুতার সীমা নিয়েও চলছে ব্যাপক বিতর্ক৷
ছবি: AP
আশিষ নন্দী ও অনগ্রসর শ্রেণি
সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবের মঞ্চে প্রখ্যাত সমাজতত্ত্ববিদ আশিষ নন্দীর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক৷ ভারতের অনগ্রসর শ্রেণির মানুষেরাই মূলত দুর্নীতির সঙ্গে বেশি যুক্ত, তিনি নাকি এমন কথা বলেছিলেন৷ বহুজন সমাজ পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আশিষ নন্দীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷ তিনি অবশ্য এর প্রেক্ষাপট খোলসা করে অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: picture alliance/ZUMA Press
কমল হাসান ও তাঁর ‘বিশ্বরূপম’
দক্ষিণের রাজ্য তামিলনাডুর বিখ্যাত অভিনেতা ও বহুমুখী প্রতিভা কমল হাসান দেশে-বিদেশে পরিচিত৷ আফগানিস্তানের পটভূমিকায় তৈরি তাঁর সাম্প্রতিকতম ছবি ‘বিশ্বরূপম’ চরম বিরোধিতার মুখে পড়েছিল৷ তামিলনাডুর কিছু মুসলিম সংগঠনের আপত্তিতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে৷ নিজের গাড়ি-বাড়ি বন্ধক রেখে ছবিটি তৈরি করেছেন কমল হাসান৷ অবশেষে দুই পক্ষের মধ্যে রফা হয়েছে৷
ছবি: AFP/Getty Images
কলকাতায় ‘অনভিপ্রেত’ সলমান রুশদি
ভারতের ‘সাংস্কৃতিক রাজধানী’ বলে পরিচিত শহর কলকাতায় আমন্ত্রণ সত্ত্বেও পা রাখতে পারলেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদি৷ তাঁর উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে৷ পরিচালক দীপা মেহতার সঙ্গে দেশের অন্যান্য শহরে যেতে পারলেও তিনি কলকাতায় ‘অনভিপ্রেত’ রয়ে গেলেন৷ বিষয়টি নিয়ে এখনো চলছে বিতর্ক৷
ছবি: DW/H. Kiesel
তোপের মুখে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতিপ্রেমি হিসেবে পরিচিত৷ অথচ তাঁর শাসনকালেই সলমান রুশদির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক কলকাতায় পা রাখতে না পারায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকেও কলকাতা ছাড়তে হয়েছিল৷
ছবি: Prabhakar Mani Tewari
তসলিমা নাসরিনকে ফিরিয়ে দিয়েছে কলকাতা
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে আশ্রয় নিয়ে কলকাতায় থাকতে চেয়েছিলেন৷ তসলিমাকে ঘিরে লাগাতার বিতর্কের জের ধরে পশ্চিমবঙ্গের বামপন্থি সরকার তাঁকে কলকাতায় থাকতে দেয় নি৷ তাঁর নিরাপত্তা ও জনজীবনে অশান্তির আশঙ্কা প্রকাশ করেই এমনটা করা হয়েছিল৷
ছবি: AFP/Getty Images
শশী থারুরের সতর্কতাবাণী
প্রাক্তন কূটনীতিক, লেখক, চিন্তাবিদ, রাজনীতিক, মন্ত্রী শশী থারুর ভারতের সমাজে বেড়ে চলা অসহিষ্ণুতা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ আশিষ নন্দীর মন্তব্য বা ‘বিশ্বরূপম’ ছবি নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, মত প্রকাশের অধিকার ও অন্যদের আবেগে আঘাত করার অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে৷ তাঁর মতে, ভারত এখনো ‘আঘাত করার অধিকার’ মেনে নেওয়ার অবস্থায় পৌঁছে নি৷
ছবি: AP
6 ছবি1 | 6
ভারতীয় বিচারপতিদের রাজ্য জুডিশিয়াল অ্যাকাডেমি এবং জাতীয় জুডিশিয়াল অ্যাকাডেমির মাধ্যমে ট্রায়াল কোর্ট থেকে সুপ্রিম কোর্টের স্তর পর্যন্ত যেভাবে ট্রেনিং দেয়া হয়, তাতে বাংলাদেশি সুপ্রিম কোর্টের বিচারপতিরা রীতিমত মুগ্ধ৷ তাই বিচারপতি সিনহা তাঁর দেশে অনুরূপ প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন৷ বিচার বিভাগীয় প্রশিক্ষণ না থাকায় অপরাধিরা সহজেই জামিন পেয়ে যায়৷ বিচারকরা ভেবে দেখেন না সহজে জামিন পাওয়া আসামিরা সমাজের পক্ষে কতটা ক্ষতির কারণ হতে পারে৷
বাংলাদেশের বিচারপতি নিয়োগের অনেকটাই কোটা-ভিত্তিক৷ ৩০ শতাংশ বিচার বিভাগীয় পদ প্রাক্তন বিচারপতিদের সন্তানদের জন্য সংরক্ষিত৷ মহিলা ও স্থানীয়দের প্রত্যেকের জন্য ১০ শতাংশ করে, ৫ শতাংশ উপজাতিদের এবং সামান্য কিছু স্বাধীনতা সংগ্রামীদের ছেলে-মেয়েদের জন্য সংরক্ষিত৷
ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবির নীতিগতভাবে বিচারবিভাগীয় ট্রেনিং দেবার প্রস্তাবে রাজি হন, তবে তার আগে দু'দেশের সরকারের মধ্যে এ বিষয়ে চুক্তি সম্পাদন হওয়া দরকার বলেও জানান তিনি৷ ভারতের উচ্চ আদালতগুলিতে বিচার বিভাগীয় সব কাজকর্মে ব্যাপকভাবে কম্পিউটারের ব্যবহার দেখে সেক্ষেত্রেও ভারতে ট্রেনিং নেবার কথা বলেন বাংলাদেশের বিচারপতিরা৷
ভারতের শীর্ষ আদালতের বিচারপতিরা বিরোধ মীমাংসার বিকল্প উপায় হিসেবে ভারতের লোক আদালত, সালিশি ব্যবস্থা এবং গরিবদের জন্য আইনি সাহায্য দেবার কথা উল্লেখ করেন৷
ভারত-বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো ব্রিটিশ ধাঁচে৷ বাংলাদেশে অবশ্য আইনি ব্যবস্থা মিশ্র৷ সেখানে সাধারণ আইনের সঙ্গে যুক্ত আছে ইসলামিক আইন৷