1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ

২৪ জুলাই ২০১২

নতুন দিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র বিভাগের পরামর্শদাতা কমিটির বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে পর্যালোচনা হয়৷ এর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন, বাণিজ্য, নবায়নযোগ্য বিদ্যুৎ অন্যতম৷

India's Foreign Minister S.M. Krishna listens during a meeting with his Cuban counterpart Bruno Rodriguez at Cuba's foreign ministry in Havana June 15, 2012. REUTERS/Enrique de la Osa (CUBA - Tags: POLITICS)
ছবি: Reuters

বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এবং আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্রসচিব মহম্মদ মিজারুল কায়েস৷ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার অনুকূল সুযোগ তৈরি হয় বৈঠকে৷ এছাড়াও, মোঃ মিজারুল কায়েস সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে৷

ছিটমহল হস্তান্তর এবং ৬.৫ কিলোমিটার স্থলসীমা চিহ্নিতকরণের কাজ যত শীঘ্র সম্ভব শেষ করার জন্য ভারতকে চাপ দেয় বাংলাদেশ৷ উল্লেখ্য, ৬.৫ কিলোমিটার ভূখণ্ড নো-ম্যানস ল্যান্ড হয়ে রয়েছে গত ৪০ বছর৷ ঢাকায় মনমোহন সিং-শেখ হাসিনা স্বাক্ষরিত স্থলসীমা প্রোটোকল অনুযায়ী সেটা অবিলম্বে শেষ হবার কথা৷ সীমান্ত ব্যবস্থাপনার অধীনে উঠে আসে ছিটমহল হস্তান্তর, বিএসএফ'এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা, নারী ও শিশু পাচার, মাদক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র পাচার ইস্যুগুলি৷

বাংলাদেশ ভূখণ্ডের ভেতর ভারতীয় ছিটমহলে বসবাস করে ৩৭ হাজার ভারতীয় এবং ভারতীয় ভূখণ্ডে থাকে ১৪ হাজার বাংলাদেশি নাগরিক৷ বিএসএফ'এর হাতে ২০০৮ সাল থেকে এবছরের জুলাই পর্যন্ত মারা যায় ২৪৬ জন বাংলাদেশি এবং আহত হয় প্রায় ৩০০'র মতো৷ ছিটমহলগুলি হস্তান্তরিত না হওয়ায় দু'দেশের নাগরিকদের যাতায়াতের পক্ষে একটা বড় বাধা৷

আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো তিস্তাসহ দু'দেশের মধ্যে জলবণ্টন চুক্তির বাস্তবায়ন৷ বৈঠকে তার অগ্রগতি খতিয়ে দেখা হয়৷ বাংলাদেশ এর দ্রুত অগ্রগতি আশা করে৷ এর প্রেক্ষিতে আন্তসীমান্তে টিপাইমুখ জলবিদ্যুৎ ও সেচ বাঁধ প্রকল্পে যৌথ সমীক্ষার প্রসঙ্গ ওঠে৷ দু'মাসের মধ্যে যাতে যৌথ সমীক্ষার কাজ শুরু করা যায়, তারজন্য বাংলাদেশ তার প্রতিনিধিদের নামের তালিকা ভারতকে দিয়েছে৷ কথা আছে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের ভারতের জলসম্পদ দপ্তরের সচিবের সঙ্গে মিলিত হওয়ার৷

উল্লেখ্য, যৌথ পরামর্শদাতা কমিটির প্রথম বৈঠক হয় দিল্লিতে গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে৷ আর তখনই ঠিক হয় যে, পররাষ্ট্র বিভাগের পরামর্শদাতা কমিটির বার্ষিক বৈঠক হবে নিয়মিতভাবে, যার মাধ্যমে দু'দেশের জনগণের মধ্যে সংযোগ প্রসারিত করা হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ