1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি বাস্তবায়নে বিলম্ব

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি৯ জুন ২০১৩

ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত বিদ্যুৎ পরিবহণ চুক্তি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় এর খরচ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে৷ সীমান্তের উভয়দিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কথা ছিল ২০১২ সালে৷ কিন্তু এখনো সেটা হয়নি৷

ছবি: picture-alliance/dpa

দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশকে৷

ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পরিবহণের জন্য ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির আন্তর্জাতিক সীমান্তের দুদিকে ১৯৭টি বিদ্যুৎ টাওয়ার নির্মাণ করার কথা৷ কিন্তু সেই কাজে বিলম্ব হওয়ায় প্রকল্পের খরচ অনেক বেড়ে ১,৬০০ কোটি টাকায় পৌঁছে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ৷ নতুন সময়সূচিতে ভারতের দিকে এই কাজ শেষ হবার কথা ছিল ২০১৩ সালের মে মাসে আর বাংলাদেশের দিকে জুলাই মাসে৷ স্থানীয় বিবাদের জেরে দুটি টাওয়ার বসানো যায়নি৷

অবকাঠামো তৈরির কথা ছিল ২০১২ সালেছবি: Getty Images

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি ভেড়ামারা থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সীমান্ত পর্যন্ত ৪০ কিলোমিটার হাই-ভোল্টেজ লাইন বসাবে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য৷ এই ৫০০ মেগাওয়াটের মধ্যে ২৫০ মেগাওয়াট রপ্তানি করবে কমদামে এবং বাকি ২৫০ মেগাওয়াট বাংলাদেশ কিনবে বাজার দামে৷ এজন্য সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে ৩০ একর জমিতে ৪০০ কেভির সাব-স্টেশন বসাচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন৷ আর বাংলাদেশের দিকে এই সাব-স্টেশন বসানো হচ্ছে ভেড়ামারায়৷ দুটির মধ্যে হাই-ভোল্টেজ লাইন টেনে বিদ্যুৎ আমদানি-রপ্তানি করা হবে৷

২০১৩ সালের মধ্যেই সীমান্তের দুদিকে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়ে যাবে বলে আশা করছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়৷ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ তার উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশকে বিক্রি করতে আগ্রহী, যাতে রাজ্যের বাড়তি আয়ের পথ খুলে যায়৷ কারণ প্রয়োজনীয় সংখ্যক শিল্প রাজ্যে গড়ে না ওঠায় এই বিদ্যুৎ রপ্তানি করে রাজ্যের খরচ কিছুটা পোষানো সম্ভব হবে৷

রাজ্য বিদ্যুৎ পর্ষদ সূত্রের খবর, সবকটি ইউনিট চালু থাকলে দৈনিক ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ বাড়তি হয়৷ সেথেকে ২৫০ মেগাওয়াট বাংলাদেশে রপ্তানি করলেও ৫০০ মেগাওয়াট উদ্বৃত্ত থেকে যাবে৷ তাই রাজ্যে নতুন বড় শিল্প গড়ে না উঠলে কিংবা বাংলাদেশের মত আরো গ্রাহক না পেলে লোকসানের বোঝা বহন করতে হবে৷ শীর্ষ কর্তাব্যক্তিদের মতে পশ্চিমবঙ্গে ভবিষ্যত শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখে নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ সেগুলি গড়ে ওঠার পাশাপাশি প্রত্যাশিত মাত্রায় শিল্পায়ন হচ্ছে না৷

শুধু তাই নয়, ভারতের জাতীয় থার্মাল পাওয়ার কর্পোরেশনের বিদ্যুৎ ব্যাপার নিগন (এনভিভিএ ) এবং বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি'র মধ্যে সমঝোতা চুক্তি অনুসারে বাংলাদেশে এক যৌথ উদ্যোগে ১,২৪০ মেগাওয়াট কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে ভারত৷ বাংলাদেশে বিদ্যুতের অভাব পূরণে এক উচ্চাকাঙ্খামূলক পরিকল্পনায় ২০৩০ সাল পর্যন্ত ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা৷ ভারত-বাংলাদেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষা কাজও শুরু করতে চলেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ