1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো এগিয়ে যাবে: মনমোহন

৬ সেপ্টেম্বর ২০১১

তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে চুক্তি অনিশ্চয়তার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর দু' দিনের বাংলাদেশ সফর শুরু হয়েছে৷

শেখ হাসিনার ভারত সফরের পর এবার মনমোহন সিং বাংলাদেশেছবি: UNI

পৌনে ১২ টার দিকে মনমোহন সিং ঢাকায় এসে পৌঁছান৷ বিমান বন্দরে মনমোহন সিং ও তার স্ত্রী গুরুশরন কাউরকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিমানবন্দরে তাকে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানান হয়৷ মনমোহন সিংয়ের সফর সঙ্গীদের মধ্যে নেই ভারতের পানিসম্পদ মন্ত্রী পবন কুমার বানসালএবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৷

বিমানবন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান৷

বিকেলে তিনি বৈঠক করেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ.এম.এ মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে৷এর পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা৷ ইতি মধ্যেই তিস্তার পানি বন্টন এবং ট্রানজিট চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

কাল ভারতের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সিনেট হলে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেবেন৷এরপর তিনি বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে বৈঠক করবেন৷ ওইদিনই সন্ধ্যায় তাঁর ঢাকা ছাড়ার কথা৷

এদিনে মনমোহন সিং এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্র এক অনন্য সাধারণ সময় অতিক্রম করছে৷ এই সম্পর্ক আরো এগিয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ