1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে খালেদা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৬ অক্টোবর ২০১২

বাংলাদেশের আগামী নির্বাচনের প্রেক্ষিতে ভারতের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিল্লি যাচ্ছেন ২৮শে অক্টোবর৷ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এই সফর নিয়ে দিল্লির পর্যবেক্ষক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷

ছবি: DW

বাংলাদেশের আগামী নির্বাচনের আগে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফর করতে চলেছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া৷ বলা বাহুল্য, তাঁর এই দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ ২৮শে অক্টোবর তিনি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে৷ সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ ও অন্যান্য নেতাদের সঙ্গেও৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, খালেদা জিয়ার ভারত বিদ্বেষ সুবিদিত৷ তাই বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তাঁর সরকারের অতীতের শুকনো সম্পর্কে জলসিঞ্চন যে দরকার, সেটা খালেদা জিয়া বুঝতে পেরেছেন৷ ভারতেরও প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগ জমানায় যেসব চুক্তি হয়েছে, সেগুলি এগিয়ে নিয়ে যেতে বিএনপি'র সঙ্গে সম্পর্কের পুনর্বিন্যাস৷

ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ,করেনছবি: DW/Swapan

রাজনৈতিক বিশ্লেষক ড. পার্থ চট্টোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, খালেদা বুঝেছেন ভোটে জিততে হলে হিন্দু ভোট না হলেই নয়৷ বাংলাদেশে হিন্দু ভোট ১৬%৷ এছাড়া, ভারতের সঙ্গে সম্পর্ক কতটা ভালো হবে তার ওপরও অনেকটা নির্ভর করছে হিন্দু ভোট৷

ভারতের সঙ্গে যেসব চুক্তি সই হয়নি, সেগুলি যাতে সই হয়, সেজন্য তিনি তাঁর দেশে ভারত-বিরোধী যে অংশ আছে তাদের বোঝাতে পারবেন যে ভারতের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে৷ বেগম খালেদা এও বুঝতে পেরেছেন যে, ভারত-বিরোধীতা সম্বল করে আর মৌলবাদীদের সমর্থন নিয়ে এবার ভোটে জেতা মুশকিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রও চায়, যে দলই ক্ষমতায় আসুক, মৌলবাদীদের থেকে যেন দূরে থাকে৷

অন্যদিকে ভারতও বুঝেছে, আওয়ামী লীগ শাসনে যে সব চুক্তি সই হয়েছে, যেমন স্থলসীমা চুক্তি ইত্যাদি তার বাস্তব অগ্রগতির জন্য বেগম জিয়াকে পাশে চাই৷

মোটকথা, বেগম জিয়ার এই ভারত সফর ভারতের সঙ্গে সামগ্রিক সম্পর্কটা ঝালিয়ে নেবার এক কূটনৈতিক প্রচেষ্টা এবং তাঁর ভারত-বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলে বন্ধুত্বের নতুন বিন্যাসই তাঁর লক্ষ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ