1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ সীমান্ত হাট ইতিবাচক পদক্ষেপ - ড. হোসেন

২৩ আগস্ট ২০১১

বাংলাদেশ-ভারত সীমান্তে হাট চালু হয়েছে৷ প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হাট বসবে৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং ভারতের শিল্প বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এই হাটের উদ্বোধন করেন৷

A street vendor sells vegetables as a replica of BangladeshÕs Awami League party symbol, boat is displayed in Dhaka, Bangladesh, Friday, Dec. 26, 2008. Bangladesh goes to polls on Dec. 29. (AP Photo/Pavel Rahman)
ফাইল ছবিছবি: AP

বাংলাদেশের কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্ত এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্ত এলাকার জিরো পয়েন্টে ১৫০ গজ এলাকার মধ্যে এই হাট বসছে৷

এই হাটের মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের আরো উন্নতি হবে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেনকে প্রশ্ন করা হয়েছিল ভারত-বাংলাদেশের এই সীমান্ত হাটকে আপনি কীভাবে দেখছেন?

হাটে পেয়াজের আমদানিছবি: AP

তিনি বললেন,‘‘আমি এটাকে বলছি দু'দেশের সম্পর্কের নিরিখে খুবই একটি ইতিবাচক পদক্ষেপ৷ আনুষ্ঠানিকভাবে যে বাণিজ্যের সম্পর্ক দু'দেশের মধ্যে রয়েছে সেই বাণিজ্যের বাইরে অনানুষ্ঠানিকভাবে আদান-প্রদানের একটি উদাহরণ হচ্ছে এই হাট৷ কেননা, এখানে ঠিক করা হয়েছে যে এই সীমান্তের কাছাকাছি যারা থাকবেন বা বসবাস করেন তাদেরকেই এখানে বিক্রি বা কেনার অধিকার দেয়া হয়েছে৷ তাই আমি মনে করি এটা দুটি প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানোর একটা ভাল পদক্ষেপ৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ