1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন পুনম

৩১ মার্চ ২০১১

পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয় পেয়েছে ভারত৷ এবার চূড়ান্ত লড়াই মুম্বইয়ে, শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী ভারত৷ এদিকে, সেদেশের এক জনপ্রিয় মডেলের ঘোষণা, ভারত কাপ জিতলে নগ্ন হবেন তিনি৷

ভারতের ক্রিকেট ভক্ত (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

ভারতের জয়

ভারতের মোহালিতে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শেষ পর্যন্ত জয় পায় স্বাগতিকরা৷ শুরুতে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২৬০ রান৷ জবাবে দ্বিতীয় ইনিংসে এক বল বাকি থাকতেই পাকিস্তান গুটিয়ে যায় ২৩১ রানে৷ তবে সে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, নানা বিতর্ক আর জটিলতার মাঝেও পাকিস্তান দল সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছে৷ এটাই বড় সাফল্য৷ তিনি মন্তব্য করেন, সেমিফাইনালে তাঁর দল ফিল্ডিংয়ে কয়েকটি বড় ভুল করেছে৷ ব্যাটিংয়ে দুর্বলতা দেখিয়েছে৷ অন্যদিকে, ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মন্তব্য, ২৬০ রান জয়ের জন্য যথেষ্ট ছিল৷

চারবার জীবন পেয়েও শততম শতকটা হলো নাছবি: picture alliance / dpa

শততম শতক হয়নি!

বুধবারের ম্যাচে কমপক্ষে চারবার জীবন ফিরে পেয়েছেন টেন্ডুলকার৷ ক্যাচ মিসের বহর দেখে এক পর্যায়ে মাঠে হেসে ফেলেন তিনি৷ ব্যক্তিগত ৮৫ রানের মাথায় অবশ্য আউট হন টেন্ডুলকার৷ সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ তিনি৷

নগ্ন হবেন পুনম

ভারতীয় মডেল পুনম পাণ্ডে এখন বেশ আলোচনায় আছেন৷ বিশেষ করে টুইটারে গরম খবর, ভারত বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের সামনে নগ্ন হবেন তিনি৷ ভারতীয় দলকে আরো উজ্জিবিত করতে এমন ঘোষণা দিয়েছেন মডেল পুনম পাণ্ডে৷ ২০ বছর বয়সি এই তন্বী ভারতে বেশ জনপ্রিয়৷ তিনি জানিয়েছেন, ভারতের অনেক সমর্থন প্রয়োজন এবং এটা হচ্ছে তাদেরকে সমর্থনের আমার নিজস্ব ধরন৷ পুনম এই কাজের অনুমতি পাবেন কিনা সেটা এখন বিবেচ্য৷ তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমতি দিলে ভরা স্টেডিয়ামেই সবার সামনে কাপড় খুলতে প্রস্তুত তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ