1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলগ্রহ অভিযান

৫ আগস্ট ২০১২

মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই৷ কেননা সেখানকার অনেক বৈশিষ্ট্যই নাকি পৃথিবীর সঙ্গে মেলে, বলে বিজ্ঞানীদের ধারণা৷ তাইতো বিভিন্ন দেশ মঙ্গলগ্রহ সম্পর্কে জানতে গবেষণা করে যাচ্ছে৷

ছবি: NASA/JPL-Caltech/ASU/UA

সম্প্রতি ভারতও যোগ দিয়েছে সেই প্রচেষ্টায়৷ আগামী বছর, মানে ২০১৩ সালের নভেম্বরের ২৬ তারিখ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে একটি অর্বিটার পাঠাতে চায় সেদেশের বিজ্ঞানীরা৷ সবকিছু ঠিক থাকলে তিনশো দিন পর ২০১৪ সালের সেপ্টেম্বর নাগাদ সেটি মঙ্গলের কাছে গিয়ে পৌঁছবে৷

এমন পরিকল্পনা নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে একটি প্রস্তাব পেশ করেছিল দেশটির মহাকাশ সংস্থা৷ জনপ্রিয় দৈনিক ‘দ্য হিন্দু’ বলছে শুক্রবার দিনের শেষে সেই প্রস্তাবটা অনুমোদন পেয়ে গেছে৷ অবশ্য সরকারিভাবে সেই তথ্যটা এখনো প্রকাশিত হয়নি৷

প্রস্তাবে বলা হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে মোট ব্যয় হবে সাড়ে চারশো কোটি রূপি৷ আর অর্বিটারটির ওজন হবে সাড়ে তেরশো কিলোগ্রাম৷ চেন্নাইয়ের ৮০ কিলোমিটার উত্তরের ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ থেকে এটি উৎক্ষেপণ করা হবে৷ এই লঞ্চিং প্যাড থেকেই ২০০৮ সালে ভারত চাঁদের উদ্দেশ্যে ‘চন্দ্রায়ন-১’ কে পাঠিয়েছিল৷ চাঁদে যে পানির অস্তিত্ব রয়েছে সেটা জানিয়েছিল চন্দ্রায়ন৷

প্রস্তাবে বলা হয়, মঙ্গল অভিযান সফল হলে বিশ্বের কাছে ভারতের প্রাযুক্তিক উৎকর্ষতার খবর পৌঁছে দেয়া যাবে৷ যেটা দেশের জন্য একটা বড় রকমের গৌরবের বিষয় হবে৷ এই অভিযানের মাধ্যমে মোট নয়টি বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে৷

তবে সঙ্গে এটাও বলা হয় যে, ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত মঙ্গল গ্রহে প্রায় ৪২টি অভিযান চালানো হয়৷ যার অর্ধেকই হয়েছে ব্যর্থ৷ সুতরাং প্রস্তাবিত অভিযানটিও যে সেরকম ব্যর্থ হতে পারে সে সম্পর্কে গণমাধ্যম আর দেশের জনগণকে সচেতন করে রাখতে হবে৷

উল্লেখ্য, এ পর্যন্ত পাঁচটি দেশ মঙ্গলে অভিযান চালিয়েছে৷ এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও ইউরোপ৷ ফলে ভারত হতে যাচ্ছে ষষ্ঠ দেশ৷ ২০১১ সালে চীনের একমাত্র অভিযানটি ব্যর্থ হয়েছিল৷

দেশের সামাজিক আর আর্থিক উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ আর রিমোট সেন্সিং নিয়ে এতদিন গবেষণা করা হলেও গত প্রায় ১০ বছর ধরে মহাকাশ গবেষণার দিকে নজর দিচ্ছেন ভারতের বিজ্ঞানীরা৷ মঙ্গল অভিযান ছাড়াও চাঁদে আরেকটি অভিযান পরিচালনা, নিজেদের মহাকাশযানে করে বিজ্ঞানী পাঠানো - এমন সব পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা৷

মঙ্গল নিয়ে সবশেষ অভিযানটি হতে যাচ্ছে আগামীকাল সোমবার৷ এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৩১ মিনিটে মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ছয় চাকা বিশিষ্ট একটি যন্ত্রকে মঙ্গলে নামানোর চেষ্টা করবে৷

প্রায় ১২ বছর ধরে নাসা এই প্রকল্পটি নিয়ে কাজ করছে৷ এতে ব্যয় হচ্ছে আড়াইশো কোটি মার্কিন ডলার৷ তবে অভিযানটি সফল হবে কীনা তা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন বিজ্ঞানীরা৷

জেডএইচ/আরআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ