ফের আগুন লাগল একটি তেলের ট্যাঙ্কারে। ভারত মহাসাগরে ঘটনাটি ঘটেছে। জাহাজের কর্মীদের উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং ডিজেল রয়েছে ওই ট্যাঙ্কারে। শ্রীলঙ্কা এবং ভারতের নৌসেনা উদ্ধার কাজে নেমেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে। ট্যাঙ্কার থেকে তেল লিক করেনি বলেও জানানো হয়েছে। তবে যে কোনও সময় লিক হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছু দিন আগেই জাপানের একটি তেল ট্যাঙ্কার থেকে তেল লিক করেছিল মরিশাসের কোরাল রিফে। প্রকৃতির ভয়াবহ ক্ষতি হয়েছিল। শ্রীলঙ্কার নৌসেনা সংবাদসংস্থাকে জানিয়েছে, ফের যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে।
দুই লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল এবং এক হাজার ৭০০ টন ডিজেল নিয়ে কুয়েত থেকে রওনা হয়েছিল নিউ ডায়মন্ড ট্যাঙ্কার। ভারতের পারাদ্বীপে যাচ্ছিল জাহাজটি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা বন্দরের কাছে হঠাৎই আগুন লেগে যায় জাহাজটিতে। ২৩ জন কর্মী ছিলেন জাহাজটিতে। তার মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং ৫ জন গ্রিক। আগুন লাগার পর তা নেভাতে গিয়ে দুইজন কর্মী আহত হন বলে জানা গিয়েছে। তার মধ্যে একজন এখনও নিখোঁজ। বাকিদের একটি পানামার ফ্ল্যাগ লাগানো জাহাজ প্রাথমিক ভাবে উদ্ধার করে।
জাপানের তেলে মরিশাসে সাগর-দূষণ
জাপানের জাহাজ এমভি ওয়াকাশিও প্রবালপ্রাচীরে ধাক্কা খেলে তেল ছড়িয়ে পড়ে সাগরে৷ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথ জরুরি অবস্থা ঘোষণা করেন৷ শুরু হয় তেল তুলে সাগরের পরিবেশ রক্ষার লড়াই৷ দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/R. Pillay
যেন তেলের সাগর
এমভি ওয়াকাশিও নামের জাপানি জাহাজটি গত ২৫ জুলাই মরিশাস উপকূলে প্রবালপ্রাচীরে ধাক্কা খেয়ে কাত হয়ে যায়৷ চার হাজার টন জ্বালানি তেল ভর্তি জাহাজটি ফুটো হয়ে গেলে তেল ছড়িয়ে পড়ে রিভিয়েরে ডেস ক্রেওলেস অঞ্চলের ভারত মহাসাগরে৷ওপরে ড্রোন থেকে তোলা ছবি৷
ছবি: Reuters/R. Pillay
তেলে মরা প্রাণী
দু সপ্তাহ ধরে চলছে তেল সরিয়ে সাগরের পরিবেশ-বিপর্যয় ঠেকানোর চেষ্টা৷তবু ক্ষতি এড়ানো যায়নি৷অনেক জলজ প্রাণী মরে ভাসতে শুরু করেছে৷ ছবিতে একটি মরা ইল বা পাঁকাল মাছ৷
ছবি: Reuters/R. Pillay
ক্ষমা প্রার্থনা
এমভি ওয়াকাশিওর মালিক নাগাশিকি শিপিং এক বিবৃতিতে প্রবল বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে ঘটা দুর্ঘটনায় সাগরে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার কারণে দুঃখ প্রকাশ করেছে৷ ওপরে প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে কাত হয়ে যাওয়া এমভি ওয়াকাশিওর ছবি৷
ছবি: AFP/L'Express Maurice/S. Mudhoo
স্বেচ্ছাসেবায় জেলেবাহিনী
মরিশাসের প্রধানমন্ত্রীর আহ্বানে সাগর থেকে তেল সরানোর কাজে নেমে পড়েন সর্বস্তরের মানুষ৷ ছবির এই জেলেরাও মাছ-ধরা নৌকা নিয়ে নেমে পড়েন পরিবেশ রক্ষার কাজে৷
ছবি: Reuters/R. Pillay
সারি সারি তেলের ড্রাম
সাগর থেকে তেল সরানোর পাশাপাশি জাহাজ তেলমুক্ত করার কাজও করতে হয়েছে৷ ছবিতে জাহাজ থেকে আনা তেল ড্রামে ভরে রাখছেন এক স্বেচ্ছাসেবী৷
ছবি: Reuters/Dev Ramkhelawon/L'Express Maurice
তেল রোধের অভিনব প্রয়াস
তেল যাতে বেশি ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করতে খড় দিয়ে বিশেষ ধরনের প্রতিবন্ধক তৈরির কাজে ব্যস্ত স্বেচ্ছাসেবীরা৷ প্রতিবন্ধক ভারি হলে পানিতে তলিয়ে যাবে, তাই খড় দিয়ে দীর্ঘ, মোটা পাইপের মতো এমন কিছু তৈরি করা হচ্ছে যা ভেসে থেকে তেলের পথের বাধা হবে৷
ছবি: Reuters/R. Pillay
‘নিভে গেল’ তারা
সাগরে তেল ছড়িয়ে পড়ায় এই তারা মাছটির মতো অনেক সামুদ্রিক প্রাণীরই সলিল সমাধি হয়েছে৷
ছবি: Reuters/R. Pillay
তেলের অপেক্ষায়
সাগর এবং জাহাজ থেকে আনা তেল ভরার জন্য সাজিয়ে রাখা ড্রামের সারি৷
ছবি: Reuters/Dev Ramkhelawon/L'Express Maurice
আশার কথা
খড় দিয়ে প্রতিবন্ধক, অর্থাৎ পানির ওপরে ভেসে থাকার মতো দেয়াল তৈরি করছেন নারী স্বেচ্ছাসেবীরা৷ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন৷ নাগাশিকি শিপিংয়ের এক মুখপাত্র এমন তথ্যই দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে৷
ছবি: Reuters/R. Pillay
9 ছবি1 | 9
এরপরেই শ্রীলঙ্কা নৌসেনার ছোট ছোট নৌকো জাহাজেরসামনে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। নৌ সেনা জানিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে এখনও তেল লিক হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা নৌসেনার বক্তব্য, তেল লিক হলে তার সঙ্গে মোকাবিলা করার মতো ব্যবস্থা তাদের নেই। ভারত এর মধ্যেই নৌসেনার একটি জাহাজ পাঠিয়েছে। আরও দুইটি নৌসেনার জাহাজ পাঠানো হয়েছে। তেল লিক হলে ভারতীয় নৌসেনা তার মোকাবিলা করবে বলে জানা গিয়েছে।
কিছু দিন আগেই মরিশাসের কাছে কোরাল রিফে তেল লিক হয়েছিল জাপানের একটি জাহাজের। কয়েক হাজার টন তেল জলে মিশে যায়। যার ফলে সমুদ্রের বিপুল ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে জলজ উদ্ভিদ এবং প্রাণী। সে সময় বহু পরিবেশ বিষয়ক সংস্থা অভিযোগ করেছিল, জাহাজগুলিকে ঠিক ভাবে সংস্কার না করেই জলে নামিয়ে দেওয়া হয়। সে কারণেই এ ধরনের ঘটনা ঘটে। আর দুর্ঘটনা ঘটলেও জাহাজ কোম্পানির কিছু এসে যায় না। বীমা সংস্থা থেকে তারা ক্ষতিপূরণ পেয়ে যায়। বৃহস্পতিবারের ঘটনার পরে ফের সেই প্রশ্ন সামনে চলে এসেছে।