1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ভারত রাশিয়ার তেল কিনলে আপত্তি নেই অ্যামেরিকার

১৬ মার্চ ২০২২

অ্যামেরিকা জানালো, ভারত ডিসকাউন্টে রাশিয়ার কাছ থেকে তেল কিনলে তা মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করবে না।

প্রতীকী ছবি। ছবি: Fatemeh Bahrami/AA/picture alliance

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ''সব দেশের কাছে আমাদের বার্তাটা স্পষ্ট। আমরা যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছি তা মেনে চলা উচিত।''

তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত যদি ডিসকাউন্টে রাশিয়ার তেল কেনে তাহলে কি হবে? তিনি জানিয়েছেন, ''আমার মনে হয় না, এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।''

তবে সাকি বলেছেন, ''এটাও ভাবা দরকার, ইতিহাসের বইতে এই সময় নিয়ে কী লেখা হবে, কোনদিকে আপনারা থাকবেন? রাশিয়ার নেতৃত্বকে সমর্থন করার অর্থ হলো তাদের আগ্রাসনকে সমর্থন করা। এই আগ্রাসনের প্রতিক্রিয়া ভয়ংকর হতে বাধ্য।''

এখনো পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। তারা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেয়ার কথা বলেছে। তবে তারা জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। রাশিয়ার পক্ষেও ভোট দেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে।

কলকাতায় বসে ঘুম নেই ইউক্রেনের ইরিনার

03:59

This browser does not support the video element.

এখনো পর্যন্ত বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তেল কেনার ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাছাড়া পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্রকেও তারা নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে। 

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ