1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সফরে ইইউ প্রধান

২৫ এপ্রিল ২০২২

রোববার ভারতে এসে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। সোমবার তার মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা।

উরসুলা
ছবি: Money Sharma/AFP

এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভারত সফরে এলেন। দুই দিনের সফরে একাধিক বিষয়ে তিনি কথা বলবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয় সূত্রে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, এই সময়ে উরসুলার ভারত সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় ইউক্রেন প্রসঙ্গ উঠে আসবে বলে তাদের ধারণা।

রোববার এনার্জি নিয়ে বহু কথা বলেছেন ইইউ প্রধান। নতুন দিল্লির এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন তিনি। কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে।

উরসুলা জানিয়েছেন, ইউরোপ জলবায়ু পরিবর্তন নিয়ে অত্যন্ত চিন্তিত। ক্লাইমেট নিউট্রালিটির লক্ষ্যে তারা এগোচ্ছে। কিন্তু একা ইউরোপ কিছু বদলাতে পারবে না। সকলকে এগিয়ে আসতে হবে। ভারত সফরে এবিষয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদেরও এ নিয়ে সরব হতে হবে বলে জানিয়েছেন তিনি।

জলবায়ু ছাড়াও ভারত এবং ইউরোপের বাণিজ্য সম্পর্ক নিয়ে একাধিক বৈঠক করার কথা তার। আলোচনায় বসার কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করর সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে উরসুলাকে স্বাগত জানিয়েছেন।

তবে সোমবার মোদীর সঙ্গে তার বৈঠকের দিকেই তাকিয়ে কূটনীতিকরা। ইউক্রেন যুদ্ধে এখনো সরাসরি রাশিয়ার বিরোধিতা করেনি ভারত। জাতিসংঘে এবিষয়ে এখনো পর্যন্ত ভারত ভোট দেয়নি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে তেলও কিনছে মোদীর সরকার। এই পরিস্থিতিতে অ্যামেরিকা এবং ইউরোপ উদ্বেগে। সে কারণেই একের পর এক বিশ্বনেতা ভারত সফরে আসছেন বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। এবং সে কারণেই উরসুলা-মোদী বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এসজি/জিএইচ (পিটিআই, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ